চিনে 3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 999 ইউয়ান (প্রায় 9,999 টাকা)। অন্যদিকে 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Nokia X5 এর দাম 1,399 ইউয়ান (প্রায় 13,999 টাকা)।
একটি পোস্টার দেখা গিয়েছে। সেখানে জানানো হয়েছে আগামী 11 জুলাই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে চিনে Nokia 5.1 Plus লঞ্চ হবে। 799 ইউয়ান (প্রায় 8,200 টাকা) থেকে Nokia 5.1 Plus এর দাম শুরু হবে।