Nothing Phone 3 এর পিছনে গ্লিফ ম্যাট্রিক্স ইন্টারফেস রয়েছে
Nothing Phone 3 অপেক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে ভারতে লঞ্চ হল। এটি লন্ডন ভিত্তিক স্টার্টআপ সংস্থাটির 'প্রথম সত্যিকারের ফ্ল্যাগশিপ' স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করেছে। অভিনব ডিজাইনে সজ্জিত এই ফোন। এমন স্টাইল আগে কোনও মোবাইলে দেখা যায়নি। Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা চালিত এই হ্যান্ডসেটে 16GB পর্যন্ত RAM ও সর্বাধিক 512GB স্টোরেজ রয়েছে। Nothing Phone 3 তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। ব্যাক প্যানেলে ব্র্যান্ডের সিগনেচার গ্লিফ গ্লিফ ইন্টারফেসের পরিবর্তে গ্লিফ ম্যাট্রিক্স (Glyph Matrix) নামে একটি ছোট্ট গোল ডিসপ্লে যোগ করা হয়েছে, যার ব্যবহার বহুমুখী।
ভারতে Nothing Phone 3 এর 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা। 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভার্সনের মূল্য 89,999 টাকা। এটি সাদা এবং কালো রঙের বিকল্পে পাওয়া যাবে। জুলাই 15 থেকে Flipkart, Flipkart Minutes, Vijay Sales, Croma এবং অন্যান্য বড় রিটেল স্টোরে বিক্রি শুরু হবে। প্রি-বুকিং এখন খুলে দিয়েছে নাথিং। বিশেষ লঞ্চ অফারের অংশ হিসেবে, যারা প্রি-বুকিং করবেন তারা বিনামূল্যে এক জোড়া Nothing Ear হেডফোন জেতার সুযোগ পাবেন।
নাথিং ফোন 3 এর সামনে একটি 6.67-ইঞ্চি 1.5K (1,260 x 2,800 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 92.89 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, 460ppi পিক্সেল ডেনসিটি, এবং HDR10+ সাপোর্ট করে। প্যানেলটি 2160Hz PWM ফ্রিকোয়েন্সি এবং 4,500 nits সর্বোচ্চ ব্রাইটনেস অফার করবে বলে দাবি করা হচ্ছে। হ্যান্ডসেটটির সামনের দিকে Gorilla Glass 7i এবং পিছনে Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে।
Nothing Phone 3 অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক Nothing OS 3.5 কাস্টম স্কিনে রান করে। এটি পাঁচ বছরের জন্য অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছরের সিকিউরিটি প্যাচ পাবে। ফোনটির অভ্যন্তরে স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট বর্তমান। ফটোগ্রাফির জন্য, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, OIS সাপোর্ট এবং 3x অপটিক্যাল জুম সহ একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা ও একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স নিয়ে গঠিত।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য Nothing Phone 3 এর সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সিকিউরিটি বাড়াতে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। জল এবং ধুলো প্রতিরোধ করতে IP68 রেটিং পেয়েছে। এই স্মার্টফোনে দুটি হাই-ডেফিনেশন মাইক্রোফোন ও ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে।
Nothing Phone 3 এর 5,500mAh ব্যাটারি (ভারতীয় ভার্সন) 65W তারযুক্ত চার্জিং সাপোর্ট করে৷ এটি 54 মিনিটের মধ্যে ব্যাটারি 1 শতাংশ থেকে 100 শতাংশ চার্জ করে দেবে বলে দাবি করা হয়েছে। ফোনটি 15W ওয়্যারলেস চার্জিং, 7.5W রিভার্স ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
নতুন মডেলটির হাত ধরে, কোম্পানি নাথিং ফোন 1 এবং ফোন 2-তে থাকা গ্লাইফ ইন্টারফেসটি সরিয়ে ফেলেছে। ফোনটিতে এখন গ্লাইফ ম্যাট্রিক্স রয়েছে। এটি একটি ছোট বৃত্তাকার ডিসপ্লে যা 489টি পৃথকভাবে নিয়ন্ত্রণযোগ্য মাইক্রো এলইডি লাইট দ্বারা গঠিত। অ্যানিমেশন, চার্জিং স্ট্যাটাস, নোটিফিকেশন, সময় এবং অন্যান্য এলার্ট দেখতে ব্যবহার করা যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন