Nubia X এ রয়েছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে একটি 5.1 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM।
Nubia X ফোনে রয়েছে দুটি ডিসপ্লে
বুধবার কোম্পানির নতুন ফ্ল্যাগশিপ Nubia X লঞ্চ করল ZTE –র সাব ব্র্যান্ড Nubia। নতুন এই ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ডিসপ্লে। Nubia X এ রয়েছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে একটি 5.1 ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 8GB পর্যন্ত RAM। ফোনের সামনে কোন ক্যামেরা নেই তাই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের পিছনের ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। ইতিমধ্যেই চিনে Nubia X ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
চিনে 6GB RAM+64GB স্টোরেজে Nubia X এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,000 টাকা)। 8GB RAM+128GB স্টোরেজে Nubia X এর দাম 3,699 ইউইয়ান (প্রায় 39,200 টাকা)। 8GB RAM+256GB স্টোরেজে Nubia X এর দাম 4,199 ইউয়ান (প্রায় 44,500 টাকা)। ইতিমধ্যেই চিনে Nubia X ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
ডুয়াল সিম Nubia X এ চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। এই ফোনে দুটি ডিসপ্লে রয়েছে। ফোনের সামনে রয়েছে একটি 6.26 ইঞ্চি FHD+ 19:9 ডিসপ্লে। আর ফোনের পিছনে রয়েছে একটি 5.1 ইঞ্চি HD+ 19:9 ডিসপ্লে।
Nubia X এর ভিতরে রয়েছে একটি Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ। ফোনের পিছনে রয়েছে 16MP+24MP ডুয়াল ক্যামেরা সেট আপ। তবে Nubia X এ কোন ফ্রন্ট ক্যামেরা নেই। Nubia X এর ভিতরে রয়েছে একটি 3,800 mAh ব্যাটারি সাথে রয়েছে ফাস্ট চার্জিং।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability