আপডেটের পর থেকে OnePlus 6 ফোনে অটোমেটিক ব্রাইটনেস কাজ করছে না। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হচ্ছে OnePlus 6 গ্রাহকদের।
OnePlus is yet to issue a resolution for the display flickering on the OnePlus 6
জুন মাসে OnePlus 6 ফোনে OxygenOS 5.1.8 সফটওয়্যার আপডেট এসেছিল। এরপরে জুলাই মাসে এসেছিল OxygenOS 5.1.9 আপডেট। যদিও OxygenOS 5.1.8 আপডেটের পর থেকে ফোনের ডিসপ্লে কাঁপতে শুরু করেছে বলে অভিযোগ করেছিলেন একাধিক OnePlus 6 গ্রাহক। অ্যাডিপটিভ ব্রাইটনেস মোডে এই সমস্যা দেখা গিয়েছে। OnePlus 6 ফোনের গ্রাহকরা জানিয়েছেন দিনের আলোতে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্রাউজ করার সময় এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
কোম্পানির ফোরামে এক গ্রাহক জানিয়েছেন এই আপডেটের পর থেকে OnePlus 6 ফোনে অটোমেটিক ব্রাইটনেস কাজ করছে না। থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হচ্ছে OnePlus 6 গ্রাহকদের।
অন্য এক পোস্টে এক গ্ররাহক জানিয়েছেন শুধুমাত্র সরাসরি সূর্যের আলোর নীচে থাকলে OnePlus 6 ফোনের ডিসপ্লে কাঁপতে শুরু করে দিচ্ছে। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টের এই ফোনে মারাত্মক এই সমস্যা নিসন্দেহে গ্রাহকের কপালে ভাঁ ফেলেছে।
XDA ফোরামে এক পোস্টে জানানো হয়েছে একটি ‘বাগ’ এর জন্য এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। শুধুমাত্র স্ক্রিন ব্রাইটনেস 100 শতাংশে পৌঁছালেই এই সমস্যা দেখা যাচ্ছে। যদিও এই সমস্যা সম্পর্কে এখনো মুখ খোলেনি OnePlus।
এর আগেও OnePlus 6 ফোন সম্পর্কে একাধিক অভিযোগ করেছিলেন গ্রাহকরা। গত মাসে খুব জলদি ব্যাটারি শেষ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এই ফোনের বিরুদ্ধে। তবে শুধুমাত্র OnePlus 6 নয়, OxygenOS 5.1.8 আপডেটের পরে কোম্পানির অন্য দুই জনপ্রিয় ফোন OnePlus 3 ও OnePlus 3T ফোনের ব্যাটারি ব্যাক আপ উল্লখযোগ্যভাবে কমে গিয়েছিল বলে জানা গিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability