এটি OnePlus 6 এর চতুর্থ কালার ভেরিয়েন্ট। এর আগে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক ও সিল্ক হোয়াইট কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল।
সোমবার দুপুর 12 টা থেকে OnePlus 6 Red Edition বিক্রি শুরু হবে। এটি OnePlus 6 এর চতুর্থ কালার ভেরিয়েন্ট। এর আগে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক ও সিল্ক হোয়াইট কালার ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল। এছাড়াও একটি লিমিটেড এডিশান মার্ভেল অ্যাভেঞ্জার্স OnePlus 6 লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে মেটালিক ফিনিশ এর সাথেই একটি লাল গ্লাস এফেক্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে। যদিও OnePlus 5T এর রেড ভেরিয়েন্টের থেকে এই রঙ অনেকটাই আলাদা।
8GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের OnePlus 6 Red Edition এর দাম 39,999 টাকা। সোমবার দুপুর 12টা থেকে Amazon.in ও Oneplus.in এ এই ফোন বিক্রি শুরু হবে। HDFC ক্রেডিট ও ডবিট কার্ড গ্রাহকরা এই ফোনের সাথে 2,000 টাকা ছাড় পাবেন।
নতুন OnePlus 6 Red Edition এ প্রিলোডেড থাকবে লেটেস্ট Android Oreo 8.1। OnePlus 6 এ রয়েছে 6.28 ইঞ্চি FHD+ full Optic AMOLED ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। OnePlus 6 এর ভিতরে রয়েছে লেটেস্ট Snapdragon 845 প্রসেসসার সাথে 8GB RAM আর Adreno 630 GPU আর 128GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনে রয়েছে ডুয়াল রিয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারী সেন্সারটি 16 মেগাপিক্সেল ও সেকেন্ডারী 20 মেগাপিক্সেল সেন্সার রয়েছে এই রিয়ার ক্যামেরায়। প্রাইমারী ক্যামেরাতে অপ্টিকাল ও ইলেকট্রনিক দুই ইমেজ স্টেবিলাইজেশানের সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে একটি 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা যাবে 480 ফ্রেম পার সেকেন্ডে স্লো মোশান ভিডিও। নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরায় তোলা যাবে পোট্রেট মোড। এছাড়াও এই ক্যামেরায় রয়েছে ফেস আনলকের ফিচার। এর মাধ্যমে মাত্র 0.4 সেকেন্ডে আনলক হয়ে যাবে আপনার ফোন।
OnePlus 6 এ রয়েছে 3300 mAh ব্যাটারি। এর সাথেই রয়েছে কোম্পানির জনপ্রিয় ড্যাশ চার্জিং টেকনোলজি। কোম্পানির দাবি মাত্র 30 মিনিটের চার্জে এই ফোন সারাদিন চলতে সক্ষম।
Is OnePlus 6 an iPhone X killer at half the price? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Halo: Combat Evolved Remake for 2026, Confirms Halo Games Are Coming to PS5
OnePlus 15 New Gaming Core Chip, Other Specifications Revealed Hours Before Launch