Photo Credit: DHgate.com
OnePlus 7 ফোনে থাকতে পারে Snapdragon 855 চিপসেট
ইতিমধ্যেই OnePlus এর পরবর্তী ফ্ল্যাগশিপ OnePlus 7 নিয়ে ইন্টারনেটে একের পর এক রিপোর্ট সামনে এসেছে। এবার পরবর্তী OnePlus ফ্ল্যাগশিপ লঞ্চের দিন জানা গেল। 14 মে লঞ্চ হবে OnePlus 7। একই ইভেন্টে লঞ্চ হবে OnePlus এর প্রথম 5G স্মার্টফোন OnePlus 7 Pro 5G।
জানা গিয়েছে 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus এর নতুন ফোনগুলি। OnePlus 7 এর সাথেই এই ইভেন্টে লঞ্চ হবে OnePlus 7 Pro। তবে এই লঞ্চ প্রসঙ্গে এখনও মুখ খোলেনি OnePlus।
ছবি: Weibo
এর আগে এক রিপোর্টে জানা গিয়েছিল এই ইভেন্টে তিনটি ফোন লঞ্চ করবে চিনের কোম্পানিটি। OnePlus 7, OnePlus 7 Pro এর সাথেই OnePlus 7 Pro 5G ভেরিয়েন্ট লঞ্চ হবে। সব কটি ফোনেই থাকবে Snapdragon 855 চিপসেট। একাধিক RAM ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনগুলি।
ইতিমধ্যেই একাধিক রিপোর্টে OnePlus 7 ফোনের কেস এর ছবি সামনে এসেছে। সব কেস ডিজাইনেই এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা দেখা গিয়েছে। সাথে থাকছে ট্রিপল ক্যামেরা আর ডিসপ্লের পাশে থাকছে পাতলা বেজেল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন