OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনে Android 10 ওপেন বিটা আপডেট পৌঁছাতে শুরু করেছে। Android 10 বিটা আপডেটের সাথেই এই দুই ফোনে পৌঁছেছে সেপ্টেম্বর মাসের সিকিউরিটি প্যাচ। ভারত সহ গোটা বিশ্বের OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনে এই আপডেট পৌঁছাতে শুরু করেছে। এই আপডেটে OxygenOS ইউজার ইন্টারফেস ডিজাইনে পরিবর্তন এসেছে।
OnePlus ফোরামে এক পোস্টে জানানো হয়েছে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে OxygenOS Open Beta 1 আপডেট পাঠানো হয়েছে। OnePlus 7 আর OnePlus 7 Pro গ্রাহকরা আপাতত এই আপডেট পাবেন। লেটেস্ট সিকিউরিটি প্যাচের সাথেই সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস যোগ হয়েছে। সাথে কুইক সেটিং বিভাগে আইকনের আকার বদল করার অপশন যোগ হয়েছে।
এর সাথেই OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনে পৌঁছেছে Android 10 এর ফুল স্ক্রিন নেভিগেশন।
OnePlus 7 আর OnePlus 7 Pro ফোনে Android 10 আপগ্রেড ইনস্টল করার সময় ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে। তাই আপডেট ইনস্টল করার আগে সব ডেটা ব্যাক আপ নিয়ে নিন। আপডেট শুরু আগে ফোনে অন্তত 30 শতাংশ চার্জ থাকতে হবে ও ইন্টারনাল স্টোরেজে অন্তত 3GB খালি জায়গা থাকতে হবে।
এই আপডেট ইনস্টল করার সময় ফোনের কোন ক্ষতি হলে তার দায় Gadgets 360 নেবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন