শুরু হয়েছে Amazon Fab Phones Fest সেল। এই সেলে সস্যা হয়েছে OnePlus 7, OnePlus 7 Pro, Redmi 7A, Honor 20i আর Vivo V15। 9 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে।
29,999 টাকায় পাওয়া যাচ্ছে OnePlus 7
শুরু হয়েছে Amazon Fab Phones Fest সেল। এই সেলে সস্যা হয়েছে OnePlus 7, OnePlus 7 Pro, Redmi 7A, Honor 20i আর Vivo V15। 9 অক্টোবর পর্যন্ত এই সেল চলবে। স্মার্টফোনের সাথেই এই সেলে সস্তা হয়েছে বিভিন্ন স্মার্টফোন কেস ও কভার। সম্প্রতি Great Indian Festival 2019 সেল শেষ হয়েছে। এর পরেই শুরু হল Amazon Fab Phones Fest সেল।
এই সেলে OnePlus 7 এর দাম 3,000 টাকা কমেছে। OnePlus 7 Pro এর দাম কমেছে 4,000 টাকা। 29,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে OnePlus 7। অন্যদিকে OnePlus 7 Pro ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমে হয়েছে 44,999 টাকা।
4,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে Redmi 7A। বেস ভেরিয়েন্টে থকাছে 2GB RAM + 16GB স্টোরেজ। 32Gব স্টোরেজে এই ফোন কিনতে 5,799 টাকা খরচ হবে। Mi.com থেকেও একই দামে Redmi 7A কেনা যাবে।
11,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 20i। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 14,999 টাকা। অন্যদিকে 19,990 টাকার Vivo V15 পাওয়া যাচ্ছে 15,990 টাকায়।
বিভিন্ন স্মার্টফোনে ডিসকাউন্ট ছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই এর সুবিধা। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড ও ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় 10 শতাংশ (2,000 টাকা পর্যন্ত) ছাড় পাওয়া যাবে। সাথে থাকছে নো কস্ট ইএমআই এর সুবিধা।
বিভিন্ন স্মার্টফোন ছাড়াও এই সেলে সস্তা হয়েছে অ্যাকসেসারিজ। কেবেল ও চার্জারে 65 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পাওয়ার ব্যাঙ্কে থাকছে 40 শতাংশ ছাড়। Amazon Fab Phones Fest সেলে ব্লুটুথ হেডসেটে 60 শ্তাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Centre Notifies DPDP Rules 2025, RTI Amendment 2025 Comes Into Force
WhatsApp Testing Username-Based Search and Calling in Latest iOS Beta: Report