Photo Credit: OnLeaks/ PriceBaba
Amazon.in থেকে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে
14 মার্চ লঞ্চ হবে নতুন OnePlus 7 Pro। লঞ্চের আগে ভারতে এই ফোনের দাম ফাঁস হল ইন্টারনেটে। 49,999 টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হবে। 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে এই টাকা খরচ হবে। ইতিমধ্যেই Amazon.in থেকে OnePlus 7 Pro ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে। প্রি-বুক করলে ছয় মাস বিনামূল্যে ফোনের ডিসপ্লে বদল করে দেবে OnePlus। 14 মে বিশ্বব্যাপী লঞ্চ হবে OnePlus 7 Pro। একই সাথে লঞ্চ হবে OnePlus 7। দুটি ফোনের ভিতরে থাকবে Snapdragon 855 চিপসেট। OnePlus 7 Pro তে থাকবে 90Hz ডিসপ্লে আর পপ-আপ সেলফি ক্যামেরা।
6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 49,999 টাকা খরচ হবে। 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro কিনতে 52,999 টাকা খরচ হবে। টপ ভেরিয়েন্টে 12GB RAM আর 256GB স্টোরেজে OnePlus 7 Pro এর সম্ভাব্য দাম 57,999 টাকা।
OnePlus 7 Pro এর দাম শুরু হচ্ছে 49,999 টাকা থেকে
ছবি: ট্যুইটার/ ইশান অগ্রবাল
OnePlus 7 Pro ফোনে থাকবে 5G সাপোর্ট। এই ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। নীল, ধুসর ও বাদামী রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন