এই সপ্তাহের শুরুতে লঞ্চ হয়েছিল OnePlus 7 Pro। বৃহস্পতিবার ভারতে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। আপাতত শুধুমাত্র Amazon থেকে প্রাইম মেম্বাররা এই ফোন কিনতে পারবেন। শুক্রবার থেকে সব গ্রাহককে এই ফোন বিক্রি করবে Amazon। নতুন OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।
তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে পাওয়া যাবে OnePlus 7 Pro। 6GB RAM+128GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 48,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা। টপ ভেরিয়েন্টে 12GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro এর দাম 57,999 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।
বৃহস্পতিবার দুপুর 12 টা থেকে শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্য OnePlus 7 Pro বিক্রি শুরু করবে Amazon। শুক্রবার থেকে সব Amazon গ্রাহক এই ফোন কিনতে পারবেন।
Jio Beyond Speed Offer এ নতুন OnePlus গ্রাহকদের 9,300 টাকার সুবিধা দেবে Jio। OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা প্রথমেই 299 টাকা Jio প্রিপেড রিচার্জ করলে 5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। সাথে বিভিন্ন সহযোগীদের সাথে হাত মিলিয়ে 3,900 টাকার সুবিধা দেবে মুকেশ আম্বানির কোম্পানি। পুরনো ও নতুন Jio গ্রাহকরা এই অফারের সুবিধা পাবেন। মঙ্গলবার বেঙ্গালুরু, লন্ডন ও নিউ ইয়র্কে একসাথে লঞ্চ হবে OnePlus 7 Pro আর OnePlus 7।
শুরুতে 299 টাকা রিচার্জে Jio গ্রাহক 5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার পাবেন। MyJio অ্যাপ থ্যেকে রিচার্জে 36 টি 150 টাকা ক্যাশব্যাক ভাউচার দেবে Jio।
আরও পড়ুন: OnePlus 7 Pro রিভিউ
এর ফলে মাত্র 149 টাকায় 299 টাকা রিচার্জ করতে পারবেন Jio গ্রাহকরা। এই প্ল্যানে 28 দিন দিনে 3GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। অন্যান্য প্ল্যানের মতোই 299 টাকা প্ল্যানেওর সাথেও বিনামূল্যে সব Jio অ্যাপ ব্যবহার করা যাবে।
5,400 টাকা ক্যাশব্যাক ভাউচার ছাড়াও 3,900 টাকার অতিরিক্ত সুবিধা পাবেন OnePlus 7 Pro আর OnePlus 7 গ্রাহকরা। Zoomcar বুক করলে 20 শতাংশ অথবা 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এর সাথে ফ্লাইট বুকিং এ 1,550 টাকা ছাড় পাওয়া যাবে। হোটেল বুকিং এ থাকছে 15 শতাংশ ডিসকাউন্ট।
আরও পড়ুন: কেমন হলো OnePlus 7?
OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
আরও পড়ুন: OnePlus Bullets Wireless 2 রিভিউ
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন