আমন্ড রঙে OnePlus 7 Pro এর দাম 52,999 টাকা
8GB RAM আর 256GB স্টোরেজে আমন্ড রঙে পাওয়া যাবে OnePlus 7 Pro
আমন্ড রঙে বিক্রি শুরু হল OnePlus 7 Pro। শুক্রবার দুপুর 12 টা থেকে আমন্ড রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র Amazon.in, OnePlus.in আর OnePlus অফলাইন স্টোর থেকে এই ফোন পাওয়া যাবে। ইতিমধ্যেই নেবুলা ব্লু আর মিরির গ্রে রঙে পাওয়া যাচ্ছে OnePlus 7 Pro।
OnePlus 7 Pro ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি QHD+ রেসোলিউশানের A+ গ্রেড HDR10 ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90 Hz। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা। পারফর্মেন্সের জন্য OnePlus 7 Pro ফোনে Snapdragon 855চিপসেট, 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ ব্যবহার করেছে OnePlus। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য থাকছে Dolby Atmos ডুয়াল স্টেরিও স্পিকার।
আমন্ড রঙে OnePlus 7 Pro এর দাম 52,999 টাকা। আমন্ড রঙে শুধুমাত্র 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 Pro পাওয়া যাবে। এই ফোন কিনতে খরচ হবে 52,999 টাকা।
OnePlus 7 Pro ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির OxygenOS স্কিন। OnePlus 7 Pro ফোনে থাকবে একটি 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 90Hz রিফ্রেশ রেট। OnePlus 7 Pro এর ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 12GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7 Pro তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। থাকছে অপ্টিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান। 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারের সাথে থাকবে 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আর 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এই ক্যামেরায় 117 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
OnePlus 7 Pro তে থাকছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট। এই চার্জার ব্যবহার করে মাত্র 20 মিনিটে 45 শতাংশ চার্জ হবে OnePlus 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dhandoraa OTT Release: When, Where to Watch the Telugu Social Drama Movie Online
Cashero Is Streaming Online: Know Where to Watch This South Korean Superhero Series
A Thousand Blows Season 2 OTT Release: Know When, Where to Watch the British Historical Drama
Mi Savitribai Jotirao Phule OTT: Know When and Where to Watch the Marathi Biographical Series