OnePlus 7 ফোনে থাকছে FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে
মে মাসে ভারতে লঞ্চ হয়েছে OnePlus 7। প্রিমিয়াম সেগমেন্টে OnePlus 7 Pro লঞ্চ হলেও তুলনামুলক কম দামে লঞ্চ হয়েছে OnePlus 7। 4 জুন Amazon.in আর OnePlus.in থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন। 32,999 টাকা থেকে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে। OnePlus 7 ফোনে রয়েছে OnePlus 6T ফোনের মতো ডিজাইন। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি ছোট নচ। OnePlus 7 Pro ফোনে QHD+ ডিসপ্লে ব্যবহার করলেও OnePlus 7 ফোনে থাকছে FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 256GB GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। ছবি তোলার জন্য OnePlus 7 ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা।
দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে OnePlus 7। 6GB RAM+ 128GB স্টোরেজে OnePlus 7 এর দাম শুরু হচ্ছে 32,999 টাকা থেকে। টপ ভেরিয়েন্টে 8GB RAM+256GB স্টোরেজে OnePlus 7 এর দাম 37,999 টাকা। অনলাইনে Amazon.in আর OnePlus.in থেকে পাওয়া যাবে এই ফোন। এছাড়াও অফলাইনে OnePlus এক্সক্লিউসিভ স্টোর, Croma আর Relience Digital আউটলেট থেকে পাওয়া যাবে এই ফোন। 4 জুন মাসে ভারতে বিক্রি শুরু হবে OnePlus 7।
OnePlus 7 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির Oxygen OSস্কিন। OnePlus 7 ফোনে থাকবে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি Snapdragon 855 চিপসেট। সাথে থাকবে 8GB পর্যন্ত RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।
ছবি তোলার জন্য OnePlus 7 এ থাকছে 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনের ওয়াটার ড্রপ নচ এ থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য OnePlus 7 ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, GPS/ A-GPS আর USB Type-C (v3.1 Gen 1) পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি আর 20W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর থাকছে ফ্রন্ট ফেসিং ডুয়াল স্টেরিও স্পিকার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo S50, Vivo S50 Pro Mini Reportedly Clear Radio Certification Before Launch in China
Lenovo AI Glasses V1 Launched With Real-Time Translation, Micro LED Displays