OnePlus 8 Pro ফোনে ডুয়াল 5G মোড থাকতে পারে। IN2010 মডেল নম্বরে সামনে এসেছে এই ফোন।
OnePlus 8 Pro ফোনে থাকতে পারে 120Hz ডিসপ্লে
সম্প্রতি সামনে এসেছে OnePlus 8 Pro। চিনের এক সরকারী ওয়েবসাইটে এই ফোন সম্পর্কে তথ্য প্রকাশিত হয়েছে। সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে OnePlus 8 Pro ফোনে ডুয়াল 5G মোড থাকতে পারে। IN2010 মডেল নম্বরে সামনে এসেছে এই ফোন। টেক গুরুরা বলছেন OnePlus 8 Pro নামেই বাজারে আসবে এই ফোন। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus 8 আর OnePlus 8 Lite। ইতিমধ্যেই প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে এই OnePlus 8 Pro ফোনে থাকতে পারে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা।
সুধাংশু আমভোরে জানিয়েছেন জানিয়েছেন OnePlus 8 Pro ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি। থাকছে n1, n41, n78 আর n79 সাপোর্ট। সুধাংশু জানিয়েছেন একই সাথে লঞ্চ হবে OnePlus 8 Pro, OnePlus 8 আর OnePlus 8 Lite।
ইন্টারনেটে কানাঘুষো OnePlus 8 Pro ফোনে 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়াও এই ফোনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে চারটি ক্যামেরা ব্যবহার করতে পারে OnePlus। এই ফোনে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। একই সাথে লঞ্চ হতে পারে OnePlus 8 Lite। সেই ফোনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Paramount's New Offer for Warner Bros. Is Not Sufficient, Major Investor Says
HMD Pulse 2 Specifications Leaked; Could Launch With 6.7-Inch Display, 5,000mAh Battery