Photo Credit: Oppo
Oppo Find X8 Pro (ডানদিকে) একটি যথেষ্ট বড় 5,910mAh ব্যাটারি রয়েছে
Oppo কোম্পানী তিনটি স্মার্টফোনের মডেল নিয়ে কাজ করছে, যেগুলিতে সম্ভবত তুলনামুলক বেশী ক্যাপাসিটি যুক্ত ব্যাটারী থাকবে। আমরা 2024 সালে 6000mAh ব্যাটারী যুক্ত ফোনগুলি দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি সিলিকন কার্বন ব্যাটারী ব্যবহারের প্রবণতাকে বাড়তে দেখেছি। একজন টিপস্টার দাবি করেছে যে, ইতিমধ্যেই এই চীনের স্মার্টফোন নির্মাতারা দুটি 7000mAh ব্যাটারী সহ স্মার্টফোন আনার জন্য প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, অন্য একটি কোম্পানি পরের মাসে 7000mAh ব্যাটারীর সাথে একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে।
Weibo-তে টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের শেয়ার করা একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে, Oppo কোম্পানীর পরবর্তী উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ফোনগুলিতে বেশি ক্যাপাসিটির ব্যাটারী থাকতে পারে। তিনি Oppo কোম্পানির তিনটি হ্যান্ডসেটের বিষয়ে উল্লেখ করেছেন ,যেগুলি সম্ভবত তৈরীর প্রক্রিয়ার মধ্যে আছে এবং এই তিনটি মডেলেই বর্তমানে ফ্লাগশিপ লাইনআপের তুলনায় উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারী আছে।
একজন টিপস্টাররের তালিকা অনুযায়ী, তিনটি স্মার্টফোনের মধ্যে প্রথম স্মার্টফোনটিতে 6,285mAh ব্যাটারী (অথবা 6,400mAh) থাকতে পারে। অন্যদিকে কোম্পানি জানিয়েছে যে, তারা একটি নতুন হ্যান্ডসেট নিয়ে কাজ করছে যেটিতে 6,850mAh-এর (সাধারণত 7000mAh) ক্ষমতাশালী ব্যাটারী থাকতে পারে। উভয় মডেলে 80W-এর চার্জিং ব্যবস্থা থাকবে।
এছাড়াও টিপস্টার বলেছে যে, তৃতীয় একটি স্মার্টফোন প্রক্রিয়ার মধ্যে আছে, যেটিতে একটি ডুয়াল সেল 6,100mAh (6,300mAh) ব্যাটারী থাকবে। এই মডেলটি অন্য দুটির চেয়ে ছোট এবং এটি 100W-এর চার্জিং ব্যবস্থা থাকতে পারে।
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে, 7000mAh ব্যাটারী সম্পন্ন একটি স্মার্টফোন ডিসেম্বর মাসে লঞ্চ করা হতে পারে। Realme ডিসেম্বরের 11 তারিখ Realme Neo 7 হ্যান্ডসেটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে, এবং একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী এই আসন্ন হ্যান্ডসেটটিতে MediaTek Dimensity 9300+ চিপসেট এবং 7000mAh ব্যাটারী থাকবে।
এটিও ভেবে দেখা উচিত যে, Oppo এখনও পর্যন্ত বেশি ক্যাপাসিটি যুক্ত ব্যাটারীর কোনো স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেনি, তাই উপরোক্ত এই দাবিগুলিকে আমাদের বিবেচনা করা উচিত। তবে টিপস্টারটির অপ্রকাশিত স্মার্টফোনগুলির বিবরণ শেয়ার করা সম্পর্কে ভালো ট্র্যাক রেকর্ড আছে, তাই আমরা আশা করতে পারি যে, আসন্ন মাসগুলিতে আলোচিত হ্যান্ডসেটগুলি সম্পর্কে আরো তথ্য জানতে পারব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন