Oppo A6 Pro 5G carries a dual rear camera setup
Photo Credit: Oppo
Oppo A6 Pro 5G সোমবার ভারতে লঞ্চ হয়েছে। এটি 2026 সালের প্রথম স্মার্টফোন যা দেশের বাজারে নতুন এসেছে। এতে IP66, IP68, ও IP69 ট্রিপল রেটিং আছে। অর্থাৎ ফোনটি জলে ডুবে গেলেও নিরাপদ থাকবে। আবার 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণ জলের সংস্পর্শে এলেও কোনও ক্ষতি হবে না। সংস্থা দাবি করেছে, নতুন ডিভাইসে 3,900 বর্গ মিলিমিটার ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ গেম খেললেও ফোনটি ঠান্ডা থাকবে। Oppo A6 Pro 5G মডেলের আরও একটি বিশেষত্ব হল পাওয়ারফুল 7,000mAh ব্যাটারি। এটি 80W SUPERVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। চলুন এই ফোনের দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওপ্পো এ6 প্রো 5G-এর সামনে 6.75 ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, সর্বাধিক 1,125 নিট ব্রাইটনেস, 240 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন (720 x 1,570 পিক্সেল), ও 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনে Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যার প্রি-ইনস্টল করা আছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। এতে রিভার্স চার্জিং ফেসিলিটি আছে। অর্থাৎ স্মার্টফোনটি অন্য মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা ইয়ারফোন চার্জ করতে সক্ষম।
Oppo A6 Pro 5G ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়েছে। এতে f/1.8 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল (f/2.4 অ্যাপারচার) মনোক্রম সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল (f/2.4 অ্যাপারচার) ক্যামেরা উপস্থিত। এই ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7,000mAh ব্যাটারি। এটি 64 মিনিটের মধ্যে 0-100 শতাংশ চার্জ হয়ে যাবে।
ওপ্পোর নতুন স্মার্টফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 6 ন্যানোমিটার প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এটি 8 জিবি র্যাম, 256 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ, ও Mali G57 MC2 GPU-এর সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে একাধিক 5G ব্যান্ড সাপোর্ট আছে।
Oppo A6 Pro 5G ভারতে 8 জিবি র্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ। 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা রাখা হয়েছে। এটি ক্যাপুচিনো ব্রাউন ও অরোরা গোল্ড কালার অপশনে উপলব্ধ। ফোনটি Amazon, Flipkart, Oppo স্টোর, ও অন্যান্য মোবাইলের আউটলেটে পাওয়া যাবে। সংস্থা লঞ্চ অফার হিসেবে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ও তিন মাস পর্যন্ত নো-কস্ট EMI অফার করছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.