Oppo F29 সিরিজ মার্চে ভারতে লঞ্চ হয়েছে
Photo Credit: Oppo
Oppo F31 সিরিজ আগামী মাসেই ভারতে আত্মপ্রকাশ করতে পারে। এটি গত মার্চে লঞ্চ হওয়া Oppo F29 লাইনআপের উত্তরসূরী হিসেবে দেশে আসতে চলেছে। সংস্থাটির এই নতুন সিরিজে দু'টি মডেল আসতে পারে — Oppo F31 ও Oppo F31। উভয় স্মার্টফোনে শক্তিশালী 7,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া, Oppo F31 সিরিজ পূর্বসূরীর মতো 360 ডিগ্রি আর্মর বডি ডিজাইনের সঙ্গে আসবে। এটি এক ধরনের উন্নত সুরক্ষা ব্যবস্থা যা ফোনকে চারপাশের আঘাত থেকে রক্ষা করে। সংক্ষেপে বলতে গেলে, একটি মোবাইলকে স্ক্র্যাচ, শক এবং অন্যান্য ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।
টিপস্টার passionategeekz এর X (সাবেক টুইটার) পোস্ট অনুসারে, Oppo F31 সিরিজ সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হবে। তবে Oppo F31 বা Oppo F31 Pro, উভয়ই F29 সিরিজের তুলনায় ক্যামেরা এবং চিপসেটের ক্ষেত্রে কোনও বড় আপগ্রেড পাবে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, Oppo F29 মডেলটিতে Snapdragon 6 Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে Pro ভেরিয়েন্টটি MediaTek Dimensity 7300 Energy চিপসেট দ্বারা পরিচালিত।
ক্যামেরা এবং প্রসেসরে বড় আপগ্রেডের সম্ভাবনা কম থাকলেও, ব্যাটারির ক্ষমতার দিক থেকে ওপ্পোর নতুন স্মার্টফোনগুলি চমকে দিতে পারে। ওই টিপস্টার দাবি করেছেন, Oppo F31 সিরিজে 7,000mAh ব্যাটারি থাকতে পারে। তুলনাস্বরূপ, Oppo F29 ও Oppo F29 Pro যথাক্রমে 6,500mAh এবং 6,000mAh ব্যাটারির সঙ্গে উপলব্ধ।
Oppo F31 সিরিজের আরেকটি বড় আকর্ষণ হল এর ডিউরাবিলিটি। এতে 360 ডিগ্রি আর্মার বডি থাকবে। এটি মুঠোফোনকে স্ক্র্যাচ, শক এবং অন্যান্য ক্ষতির হাত থেকে বাঁচাতে সক্ষম। Oppo F31 এবং Oppo F31 Pro এর নেটওয়ার্ক পারফরম্যান্সও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে।এই ক্ষেত্রে Oppo F29 সিরিজে থেকে হান্টার অ্যান্টেনা লেআউট নেওয়া হতে পারে, যা সিগন্যালের শক্তি 300 শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
প্রসঙ্গত, Oppo K13 Turbo সিরিজ গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। এটি দেশের প্রথম স্মার্টফোন লাইনআপ যা ইন-বিল্ট কুলিং ফ্যান দিয়ে সজ্জিত। Oppo K13 Turbo এবং K13 Turbo Pro এর সেন্ট্রিফিউগাল ফ্যান 18,000 আরপিএম-এ ঘুরতে থাকে। এটি ভেতরের গরম বাতাস বাইরে পাঠিয়ে ফোন ঠান্ডা রাখতে সাহায্য করে। উভয় স্মার্টফোনেই ফ্ল্যাগশিপ প্রসেসর ও 7,000Mah ব্যাটারি রয়েছে।
Oppo K13 Turbo এর দাম 27,999 টাকা থেকে শুরু হচ্ছে যা 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। ফোনটি ফার্স্ট পার্পল, নাইট হোয়াইট এবং মিডনাইট ম্যাভেরিক রঙে উপলব্ধ। আজ থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে। অন্যদিকে। অন্যদিকে, K13 Turbo Pro এর 8 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা। আগস্ট 15 থেকে সেল শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.