2018 সালে স্মার্টফোন ডিজাইনে বিপ্লব এনেছিল Oppo Find X। আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে এই ফোনের উত্তরসূরি Find X2। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে Snapdragon 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল Oppo।
Oppo Find X2 ফোনে Snapdragon 865 চিপসেট থাকবে
2018 সালে স্মার্টফোন ডিজাইনে বিপ্লব এনেছিল Oppo Find X। আগামী বছরের শুরুতেই লঞ্চ হবে এই ফোনের উত্তরসূরি Find X2। 2020 সালের প্রথম ত্রৈমাসিকে Snapdragon 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছিল Oppo। Oppo Find X2 ফোনে প্রথম এই চিপসেট থাকতে চলেছে।
সম্প্রতি Oppo জানিয়েছিল 2020 সালের প্রথম ত্রৈমাসিকেSnapdragon 865 চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ হবে। সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই ফোনটি হল Oppo Find X2। 2018 সালে লঞ্চ হওয়া Oppo Find X ফোনের উত্তরসূরি এই ফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট থাকবে।
XDA Developers ওপেবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে কম আলোতে ভালো ছবি তোলার জন্য এই ফোনে তুলনামূলক বড় Sony সেন্সর ব্যবহার হবে। Oppo জানিয়েছে এই ফোন তৈরির সময় ডিসপ্লে প্রযুক্তিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এই এই ফোনে থাকতে পারে একটি হাই রেজোলিউশন, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Single Papa OTT Release Date: When and Where to Watch Kunal Khemu’s Upcoming Comedy Drama Series?
Diesel Set for OTT Release Date: When and Where to Harish Kalyan's Action Thriller Online?