Oppo Find X8 Pro কোয়াড রিয়ার ক্যামেরা অফার করে
Photo Credit: Oppo
Oppo Find X9 সিরিজ নভেম্বরে ভারতে আসছে৷ তবে তার আগে অক্টোবর 16 চীনে লঞ্চ হবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লাইনআপ। এটি পাওয়ারফুল প্রসেসর এবং দুর্ধর্ষ ক্যামেরা সেটআপ অফার করবে বলে শোনা যাচ্ছে। X9 Pro ভারতে লঞ্চ হওয়ার পূর্বে 2024 সালের Find X8 Pro মডেলটির দাম একলাফে 13,000 টাকা কমেছে। আকর্ষণীয় ছাড়ে প্রিমিয়াম ফোন কিনতে চাইলে এটাই উপযুক্ত সময়। Oppo Find X8 Pro-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জলরোধী রেটিং, ডলবি ভিশন সাপোর্ট সহ LTPO AMOLED ডিসপ্লে, শক্তিশালী সিলিকন কার্বন ব্যাটারি, 50 মেগাপিক্সেলের চারটি রিয়ার ক্যামেরা, ইত্যাদি।
Oppo Find X8 Pro গত বছর নভেম্বরে ভারতে 99,999 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। আপনি এই মডেলটি এখন Chroma থেকে 86,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 13,000 টাকার সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। তবে এটি সীমিত সময়ের জন্য ছাড় নাকি পাকাপাকিভাবে দাম কমল, তা জানা যায়নি।
ওপ্পোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্পেস ব্ল্যাক এবং পার্ল হোয়াইট কালার অপশনে উপলব্ধ। কাছে বেশি টাকা না থাকলে মাসিক কিস্তির মাধ্যমেও কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নো-কস্ট EMI অপশন দেওয়া হচ্ছে।
Photo Credit: Screenshot/Chroma
ওপ্পো ফাইন্ড এক্স8 প্রো ফোনে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 4,500 নিট পিক ব্রাইটনেস, এবং আলট্রা HDR ইমেজ অফার করে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। এতে 3 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির পিছনের প্যানেলে হ্যাসেলব্লাড-টিউনড কোয়াড ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 6x অপটিক্যাল জুম সহ আরও একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ও 120 ডিগ্রি ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে গঠিত।
Oppo Find X8 Pro-এর সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সংস্থা ফোনটিতে 5,910mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.