Photo Credit: Oppo
Oppo Find X8 Pro ডুয়াল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরার সাথে এসেছিল
Oppo Find X9 Pro হঠাৎ করেই খবরের শিরোনামে। গত বছরের Find X8 Pro এর উত্তরসূরী বা আপগ্রেড ভার্সন হিসেবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আগমন ঘটতে চলেছে। ওপ্পো ফাইন্ড সিরিজের ফোনগুলির অন্যতম আকর্ষণ হল অত্যাধুনিক ক্যামেরা সিস্টেম। আর এই লাইনআপের আসন্ন মডেলের ক্ষেত্রেও তার খুব বেশি ব্যতীক্রম ঘটবে না বলেই মনে করা হচ্ছে। Oppo Find X9 Pro ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলে জানা গিয়েছে, যার মধ্যে একটি 200 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ সেন্সর থাকবে। নতুন ফোনটি MediaTek Dimensity 9500 চিপসেট দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে।
স্মার্টফোন দুনিয়ার গোপন খবর ফাঁস করার জন্য পরিচিত, জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) Oppo Find X9 Pro এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশনের ইঙ্গিত দিয়েছে। তার পোস্টে বলা হয়েছে যে, এই ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফটোগ্রাফি সিস্টেমে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স দেখা যেতে পারে।
Oppo Find X9 Pro এর একটি বড় আপগ্রেড হল নতুন Samsung ISOCELL HP5 28nm ইমেজিং সেন্সর। এটি একটি 1/1.56-ইঞ্চি সেন্সর যা DCG-HDR (ডুয়াল কনভার্সন গেইন HDR) টেকনোলজি সাপোর্ট করে। টিপস্টারের দাবি, নতুন ক্যামেরা সেটআপটি ভালো 10x জুম কোয়ালিটি অফার করে। এটি প্রথম স্মার্টফোন হতে পারে যার পেরিস্কোপ ক্যামেরায় 200 মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর থাকবে।
ডিজিটাল চ্যাট স্টেশন আরও বলেছে যে, নতুন ফোনের টেলিফটো ক্যামেরার ক্ষমতা পূর্বসূরী Oppo Find X8 Pro এর ডুয়াল পেরিস্কোপ সেটআপের মতো ভালো নাও হতে পারে। ফাঁস হওয়া তথ্য থেকে এটুকু বোঝা যাচ্ছে যে, Oppo তাদের বর্তমান কোয়াড ক্যামেরা, ডুয়াল-পেরিস্কোপ সিস্টেমটি নতুন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছে।
Oppo Find X9 Pro এই বছরের চতুর্থ ত্রৈমাসিকে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। ফোনটি 6.78 ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে বলে জল্পনা চলছে। এতে সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর ব্যবহার হবে। ফোনটির সাথে Find X9, Find X9 Plus এবং Find X9 Ultra মডেলেগুলিও আত্মপ্রকাশ করতে পারে।
উল্লেখ্য, Oppo Find X8 Pro ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা বর্তমান। এতে 50 মেগাপিক্সেল Sony LYT-808 সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 50 মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং আরও একটি 50 মেগাপিক্সেল Sony IMX858 পেরিস্কোপ টেলিফটো সেন্সর রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন