Oppo Find X8 Pro গত বছর নভেম্বরে ভারতে 99,999 টাকায় (16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ)। মডেলটি এখন Chroma থেকে 86,999 টাকায় কিনতে পারবেন। অর্থাৎ 13,000 টাকার সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে সংস্থা। তবে এটি সীমিত সময়ের জন্য ছাড় নাকি পাকাপাকিভাবে দাম কমল, তা জানা যায়নি।
Oppo Find X9 ও Oppo Find X9 Pro-এর পিছনে LED ফ্ল্যাশ ও কালার স্পেকট্রাম সেন্সহ সহ Hasselblad-ব্র্যান্ডেড কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। Pro ভেরিয়েন্টে 70 মিমি ফোকাল লেন্থ সহ একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।
Oppo Find X9 চলবে Android 16 সংস্করণে। ফোনটির IP68 + IP69 রেটিং জল এবং ধুলোর অনুপ্রবেশ বন্ধ করবে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার ও উন্নত হ্যাপটিক্সের জন্য নতুন X-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে আশা করা হচ্ছে।
Oppo Find X9 Pro প্রথম স্মার্টফোন যার পেরিস্কোপ ক্যামেরায় 200 মেগাপিক্সেল Samsung HP5 সেন্সর থাকতে পারে। এছাড়া 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর ব্যবহার হতে পারে।