Oppo Find X9 ফোনে হ্যাসেলব্লাড-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে ওপ্পোর লুমো ইমেজিং প্রযুক্তি মিলবে।
Oppo Find X8 সিরিজ গত বছর নভেম্বরে ভারতে এসেছিল
Oppo Find X9 ফ্ল্যাগশিপ ফোনের জগতে আলোড়ন সৃষ্টি করতে পারে। সংস্থা এই বিষয়ে এখনও মুখ না খুললেও, সম্প্রতি ফাঁস হওয়া তথ্য বড় ধামাকার দিকে ইঙ্গিত করছে। স্মার্টফোনটি Hasselblad ব্র্যান্ডেড ক্যামেরা তো পাচ্ছেই, একই সাথে এতে কোম্পানির নিজস্ব Lumo ইমেজিং টেকনোলজি থাকবে। চারটি ক্যামেরার প্রতিটিই 50 মেগাপিক্সেলের হতে চলেছে। পূর্বসূরী Oppo Find X9 এর তুলনায় ব্যাটারির দিক থেকেও আপগ্রেড পাওয়া যাবে। এটি 7,025mAh ব্যাটারির সঙ্গে আসবে বলে জানা গিয়েছে। Oppo Find X9 ও Find X9 Pro চলতি বছরের অন্তিম লগ্নে লঞ্চ হবে। সিরিজের টপ ভেরিয়েন্ট Oppo Find X9 Ultra আসতে পারে 2026 সালের শুরুতে।
Xpertpick টিপস্টার যোগেশ ব্রারের সাথে হাত মিলিয়ে Oppo Find X9 এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। এতে MediaTek Dimensity 9500 প্রসেসর থাকবে, যা Find X9 Pro মডেলেও ব্যবহার করা হবে। হ্যান্ডসেটটিতে 7,025mAh ব্যাটারি থাকতে পারে। এটি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করে। উল্লেখ্য, Find X8 ফোনে 5,630mAh ব্যাটারি বর্তমান।
রিপোর্ট বলছে Oppo Find X9 মডেলে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে ওপ্পোর লুমো ইমেজিং প্রযুক্তি মিলবে। ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের Samsung JN5 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং 3x অপটিক্যাল জুম ও OIS সহ 50 মেগাপিক্সেলের Samsung JN9 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সামনে 50 মেগাপিক্সেল Samsung JN1 সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে।
ওপ্পো ফাইন্ড এক্স9 মডেলে 1.5K রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চি ফ্ল্যাট এলটিপিও ওলেড প্যানেল থাকবে। এটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে বলে জানা গিয়েছে। স্মার্টফোনটি Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম সফটওয়্যারে চলবে। হ্যান্ডসেটটির IP68 + IP69 রেটিং জল ও ধুলোর অনুপ্রবেশ বন্ধ করবে। এছাড়াও, ডুয়াল স্টেরিও স্পিকার এবং উন্নত হ্যাপটিক্সের জন্য নতুন X-অ্যাক্সিস লিনিয়ার মোটর থাকবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, Oppo Find X8 সিরিজ গত বছরের অক্টোবরে চীনে আত্মপ্রকাশ করেছিল ও নভেম্বরে ভারতে লঞ্চ হয়। এই ঘটনার উপর ভিত্তি করে বলা যায়, Find X9 সিরিজ আগামী অক্টোবরে Find X9 Pro মডেলটির সাথে চীনে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও ভারতে কবে আসতে পারে সেটা এখনও জানা যায়নি। অন্যদিকে, Oppo Find X9 Ultra মডেলটি 2026 সালের প্রথম দিকে বাজারে আসতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন