Oppo Find X9 সিরিজ MediaTek কোম্পানির নতুন Dimensity 9500 প্রসেসর দ্বারা পরিচালিত হবে।
Photo Credit: Weibo/Novice Evaluation
Oppo Find X9 সিরিজে Hasselblad-এর ইমেজিং প্রযুক্তি থাকবে
Oppo Find X9 ও Oppo Find X9 Pro নভেম্বর 18 তারিখে ভারতে লঞ্চ হতে পারে। সংস্থা এখনও এ দেশে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি, কিন্তু তার আগেই সূত্র মারফত বড় আপডেট সামনে এসেছে। ফোনগুলির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। Oppo Find X9 সিরিজ MediaTek কোম্পানির নতুন Dimensity 9500 প্রসেসর দ্বারা পরিচালিত হবে। দুই ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে। তবে স্ট্যান্ডার্ড মডেলে অনুপস্থিত থাকলেও, Pro মডেলে Samsung-এর 200 মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করবে ওপ্পো।
স্মার্টপিক্স টিপস্টার যোগেশ ব্রারের সঙ্গে হাত মিলিয়ে ভারতে Oppo Find X9 সিরিজ লঞ্চের তারিখ, সম্ভাব্য দাম, ও স্পেসিফিকেশন ফাঁস করেছে। Oppo Find X9 Pro মডেলটির সামনে 6.78 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে প্যানেল থাকবে যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে হাই-পারফরম্যান্সের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর থাকবে। এটি 16 জিবি র্যাম ও 512 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো ফাইন্ড এক্স9 প্রো-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের Sony LYT-828 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড ক্যামেরা, এবং 200 মেগাপিক্সেল Samsung HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে চলেছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনের দিকে, একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
ওপ্পোর এই ফোনটি 7,500mAh ব্যাটারি পেতে পারে, যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এর দাম 1 লক্ষ টাকার মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, পূর্বসূরী Find X8 Pro ভারতে 99,999 টাকায় লঞ্চ হয়েছিল।
রিপোর্ট বলছে, স্ট্যান্ডার্ড Oppo Find X9 Pro-এর সামনে 120 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে। প্রো ভেরিয়েন্টের মতো, এটিও নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসরে রান করবে। ছবি ও ভিডিও তোলার জন্য পিছনে তিনটি ক্যামেরা থাকবে। মেইন ক্যামেরায় OIS সাপোর্ট সহ একটি 50 মেগাপিক্সেল Sony LYT-808 লেন্স মিলবে।
এছাড়াও, ফোনটিতে 50 মেগাপিক্সেল Samsung JN5 আলট্রাওয়াইড ক্যামেরা ও 50 মেগাপিক্সেল Samsung JN9 পেরিস্কোপ লেন্স মিলবে। দুই ফোনেই Hasselblad ও Lumo-এর ইমেজিং প্রযুক্তি দেখা যাবে। স্ট্যান্ডার্ড Find X9-এর দাম এ দেশে 65,000 টাকার আশেপাশে থাকার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন