Oppo Find X9 এবং Oppo Find X9 Pro দুই ফোনেই IP68 + IP69-স্তরের জল ও ধুলোরোধী ক্ষমতা রয়েছে।
Oppo Find X9 to Offer Hasseblad-Tuned AI Flagship Camera
Oppo Find X9 সিরিজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নভেম্বরে ভারতে আসছে। Oppo Find X9 ও Find X9 Pro এ দেশে নভেম্বর 18 দুপুর বারোটায় লঞ্চ হবে। আজ সংস্থার ভারতীয় শাখার তরফে এই কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। ফ্ল্যাগশিপ ফোনগুলো ইতিমধ্যেই চীন ও গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছে। ব্র্যান্ডটি জানিয়েছে, Find X9 সিরিজে AI এবং Hasselblad-এর ক্ষমতার মেলবন্ধন ঘটেছে। এই লাইনআপে 200 মেগাপিক্সেল "আল্ট্রা ক্লিয়ার" ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটি Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে ভারতে আসতে পারে। Oppo ক্রেতাদের বেশ কিছু অফার দেওয়ার কথাও জানিয়েছে।
Oppo আসন্ন Find X9 সিরিজের জন্য একটি বিশেষ "প্রিভিলেজ প্যাক" ঘোষণা করেছে। এই ভ্যালু অ্যাডেড প্যাকের দাম মাত্র 99 টাকা। এই প্যাকের সঙ্গে ক্রেতারা 1,000 টাকা মূল্যের এক্সচেঞ্জ কুপন, দুই বছরের ব্যাটারি প্রোটেকশন প্ল্যান, ও বিনামূল্যে SUPERVOOC 80W পাওয়ার অ্যাডাপ্টার পাবেন।
স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পো ফাইন্ড এক্স9 মডেলটির পিছনে f/1.6 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। ফাইন্ড এক্স9 প্রো একই প্রাইমারি ও আল্ট্রাওয়াইড ক্যামেরার সঙ্গে এসেছে, তবে এতে 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা বর্তমান। স্ট্যান্ডার্ড ও প্রো মডেলের সামনে যথাক্রমে 32 মেগাপিক্সেল ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Oppo Find X9 এর চীনা ভার্সন 6.59 ইঞ্চি AMOLED ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,760 x 1,256 পিক্সেল), ও 3,600 নিট পিক ব্রাইটনেস সমর্থন করে। Find X9 Pro মডেলে 6.78 ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন রয়েছে, যা 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। উভয় ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর, 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজ বর্তমান।
Oppo Find X9 এবং Oppo Find X9 Pro যথাক্রমে 7,500mAh ও 7,025mAh ব্যাটারির সঙ্গে এসেছে। ফোনগুলো 80W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। দুই ফোনকে জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP68 + IP69-স্তরের সুরক্ষা আছে। উল্লেখ্য, চীনে Find X9-এর বেস ভেরিয়েন্টের (12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ) দাম 4,399 ইউয়ান (প্রায় 54,800 টাকা)। আর Find X9 Pro-এর দাম 5,299 ইউয়ান (প্রায় 66,000 টাকা) থেকে শুরু হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z TriFold to Be Produced in Limited Quantities; Samsung Plans to Review Market Reception: Report
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Tipped to Sport 'Transparent' Rear Panel, Hole Punch Display Cutout