The Oppo Find X9 Ultra is expected to succeed the Find X8 Ultra (pictured)
Photo Credit: Oppo
Oppo Find X9 Series ইতিমধ্যেই ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই লাইনআপের অধীনে Find X9 এবং Find X9 Pro বাজারে উপলব্ধ। আবার সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসেবে Oppo Find X9 Ultra শীঘ্রই বাজারে আসতে চলেছে। আসন্ন ফোনটির মুখ্য আকর্ষণ হবে ক্যামেরা সেটআপ। এই ফোনে একজোড়া 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে খবর সামনে এসেছে। সম্প্রতি Vivo X300 Ultra মডেলে দু'টো 200 মেগাপিক্সেল ক্যামেরা থাকার কথা শোনা গিয়েছিল। Oppo এখন সেই তালিকায় নাম লেখাতে চলেছে। স্মার্টফোনটির 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার লাইট ইনটেক ক্ষমতা বর্তমানে উপলব্ধ 1 ইঞ্চির সেন্সরের থেকেও বেশি হবে বলে দাবি করা হচ্ছে।
স্মার্টফোন জগতের গোপন তথ্য ফাঁস করার জন্য পরিচিত টেক ব্লগার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, Oppo Find X9 Ultra দু'টি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসবে। যার মধ্যে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় সুপার-লার্জ সেন্সর থাকবে। এটি বর্তমানে স্মার্টফোনে ব্যবহৃত এক ইঞ্চি সেন্সরগুলোর তুলনায় আরও বেশি আলো গ্রহণ করতে সক্ষম।
লেন্সের ভিতরে যত বেশি আলো ঢুকবে, ছবির মান ততই উন্নত হবে। ফলে স্মার্টফোনটির ক্যামেরা পারফরম্যান্স নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে। ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ফোনটিতে 200 মেগাপিক্সেল রেজোলিউশনের একটি পেরিস্কোপ মিড-টেলিফটো ক্যামেরাও থাকতে পারে, যা লসলেস-কোয়ালিটি জুম প্রদান করতে সক্ষম হবে। অর্থাৎ জুম করার সময় ছবির গুণমান নষ্ট হবে না।
Oppo Find X9 Ultra-এর তৃতীয় ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা-টেলিফটো লেন্স থাকতে পারে। এটি 10x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। যদি খবর সঠিক হয়, তাহলে মডেলটি একমাত্র স্মার্টফোন হবে যা নেটিভ 10x অপটিক্যাল জুম অফার করবে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, চতুর্থ ক্যামেরায় একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
অন্য দিকে, সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। তবে মনে রাখবেন, সংস্থা নিজে এখনও ফোনটির বিষয়ে কিছু বলেনি। তাই সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যামেরা সেটআপ ছাড়াও ডিভাইসটির আরও বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে।
Oppo Find X9 Ultra লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী মোবাইল চিপ। এইই তিন ন্যানোমিটার প্রসেসে নির্মিত চিপসেটে আটটি কোর রয়েছে। দু'টি পারফরম্যান্স কোরের সর্বোচ্চ ক্লক স্পিড 4.61 গিগাহার্টজ। এছাড়াও, ফোনে Android 16 নির্ভর ColorOS 16 কাস্টম স্কিন, ওয়্যারলেস চার্জিং, 7,000mAh ক্যাপাসিটির বেশি ব্যাটারি, আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.