Oppo Find X9 Ultra গ্লোবাল মার্কেটে 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হবে।
Photo Credit: Oppo
Oppo Find X9 Ultra Expected to Succeed The Oppo Find X8 Ultra (Pictured)
Oppo Find X9 Ultra নিঃসন্দেহে 2026 সালের বহু প্রতীক্ষিত স্মার্টফোনগুলোর মধ্যে একটি। এটি Oppo Find X9 সিরিজের টপ মডেল এবং সংস্থার ইতিহাসে সবথেকে উন্নত ফোন হতে চলেছে। Find X9 এবং Find X9 Pro ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এখন Find X9 Ultra মডেলটির লঞ্চ টাইমলাইন ফাঁস হয়েছে। হ্যান্ডসেটটির প্রধান আকর্ষণ হবে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরে চলবে। এটি Samsung Galaxy S26 Ultra, Vivo X300 Ultra, এবং Xiaomi 17 Ultra-এর মতো বিভিন্ন আসন্ন প্রিমিয়াম স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতা করবে।
টেক ব্লগার যোগেশ ব্রার তাঁর X প্রোফাইল থেকে পোস্ট করে জানিয়েছেন, Find X9 Ultra গ্লোবাল মার্কেটে 2026 সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হবে। তিনি। তিনি আরও বলেছেন, ফোনটির ভারতে আগমন নির্ভর করবে মূলত Find X9 ও Find X9 Pro-এর বিক্রির উপর। অর্থাৎ, এই দুই মডেল যদি ভারতে সাড়া পায়, তবেই ডিভাইসটি এ দেশে আসার সম্ভাবনা আছে। এই দুই ফোন চলতি মাসেই ভারতে পা রাখবে বলে শোনা যাচ্ছে। কিন্তু সংস্থা এখনও লঞ্চ তারিখ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।
ওপ্পো ফাইন্ড এক্স9 আল্ট্রা ট্রিপল কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 200 মেগাপিক্সেল Sony IMX09E প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, এবং একজোড়া 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যেতে পারে।
এছাড়াও, জানা গেছে যে Oppo Find X9 Ultra বিশাল 6.8 ইঞ্চি OLED ডিসপ্লে পাবে। এটি 2K রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। স্ক্রিনের ভিতরে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনকে শক্তি জোগাবে 7,000mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর। ব্যাটারি 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে, হ্যান্ডসেটটি Android 16-নির্ভর ColorOS 16 কাস্টম স্কিনে চলবে।
প্রসঙ্গত, Vivo X300 Ultra মডেলেও 2K রেজোলিউশন ডিসপ্লে ও Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকার কথা শোনা যাচ্ছে। তবে ফোনটির মেইন হাইলাইট হতে পারে একজোড়া 200 মেগাপিক্সেলের ক্যামেরা। ঠিকই শুনেছেন, একটা নয়, দু'টো 200MP ক্যামেরা। ফোনটির পিঠে আল্ট্রাওয়াইড, ওয়াইড, এবং টেলিফটো ক্যামেরা থাকতে পারে। অন্য দিকে, Huawei -ও ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত ফোনের উপর কাজ করছে বলে জানা গেছে। তবে কোনও ব্র্যান্ডই অফিসিয়ালি কিছু ঘোষণা করেনি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Fortnite Is Adding a Limited-Time Disneyland Island Featuring Minigames Based on Disney Theme Park Rides