Oppo Reno 13 5G জানুয়ারি মাসে ভারতে 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Oppo
Oppo Reno 13 5G Features a 50-megaixel front camera
37,999 টাকা দামের স্মার্টফোন পেয়ে যাবেন 23,999 টাকায়। 2025 সালের অন্তিম পর্বে এসে Oppo Reno 13 5G মডেলে পাওয়া যাচ্ছে এমনই লোভনীয় অফার। এই স্টাইলিশ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার্সযুক্ত ফোনের দাম সরাসরি 14,000 টাকা কমেছে। তবে শুধু ফ্ল্যাট ছাড় নয়, ব্যাঙ্ক অফার ধরে আরও কম টাকায় কিনতে পারবেন আপনি। এক কথায়, মহা সাশ্রয়ের সুযোগ। Oppo Reno 13 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, 120 হার্টজ AMOLED ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ইত্যাদি।
Oppo Reno 13 5G জানুয়ারি মাসে 37,999 টাকা দামে ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। আর এখন এটি অ্যামাজনে 23,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ একলাফে 14,000 টাকা দাম কমেছে। অন্য দিকে, 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 39,999 টাকা থেকে কমে এখন 31,999 টাকায় বিক্রি হচ্ছে। নতুন ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে 30,350 টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে।
অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটির 128 জিবি মডেল কিনলে 719 টাকা ক্যাশব্যাক মিলবে। 256 জিবি মডেলে ক্যাশব্যাকের অঙ্ক 959 টাকা। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ও এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI ও নন-EMI উভয় ধরনের লেনদেনে 3,799 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ফোনটি লুমিনাস ব্লু ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ।
ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনে 6.58 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, ও HDR 10+, ও 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনে কর্নিং গরিলা গ্লাস 7i কভার আছে। হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম স্কিনে রান করে। ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা আছে — f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনটির সামনে 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফোনটিতে 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,610mAh ব্যাটারি বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন