Oppo Reno 13 5G চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে 37,999 টাকা দামে লঞ্চ হয়েছিল।
Photo Credit: Oppo
Oppo Reno 13 5G আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার অফার করে
37,999 টাকার স্মার্টফোন বিক্রি হচ্ছে 23,999 টাকায়। Amazon Great Indian Festival সেলে Oppo Reno 13 5G মডেলে পাওয়া যাচ্ছে এমনই লোভনীয় অফার। এই স্টাইলিশ এবং প্রিমিয়াম লুকিং ফোনের দাম সরাসরি 14,000 টাকা কমেছে। তবে শুধু ডিসকাউন্ট নয়, ব্যাঙ্ক অফার ধরে আরও কম খরচে কেনার সুযোগ দিচ্ছে ই-কমার্স জায়েন্টটি। Oppo Reno 13 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP68 + IP69 জলরোধী রেটিং, AMOLED ডিসপ্লে, কালার স্পেকট্রাম সেন্সর, ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এরোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি।
Oppo Reno 13 5G চলতি বছরের শুরুতে 37,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল। এটি 8 জিবি র্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল৷ আর এখন অ্যামাজনে 23,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ একলাফে 14,000 টাকা দাম কমেছে। নো-কস্ট EMI অপশনের সুবিধা থাকছে। ওপ্পোর স্টাইলিশ স্মার্টফোনটি 6 মাসের প্ল্যানে কেনা যাবে। মাসিক কিস্তিতে 3,792 টাকা খরচ হবে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে EMI লেনদেনে 1,250 টাকা অতিরিক্ত ছাড় মিলবে।
এছাড়াও, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি কিনলে 750 টাকা ছাড় পাওয়া যাবে। আবার SBI ক্রেডিট কার্ড, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ও Bajaj Finserv কার্ডে নো-কস্ট EMI অপশন থাকছে। আজ অর্ডার করলে রবিবারের আগেই ডেলিভারি পাওয়া যেতে পারে। ফোনটি লুমিনাস ব্লু, আইভরি হোয়াইট, ও স্কাই ব্লু কালার অপশনে উপলব্ধ।
ওপ্পো রেনো 13 5G স্মার্টফোনে 6.58 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 হার্টজ রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার, 1,200 নিট পিক ব্রাইটনেস, ও HDR 10+ সাপোর্ট করে। ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস 7i দ্বারা সুরক্ষিত৷ হ্যান্ডসেটটি Android 15 নির্ভর ColorOS 15 কাস্টম সফটওয়্যারে রান করে। ডিভাইসটিতে 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 প্রসেসর এবং Mali G615-MC6 GPU ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট, f/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, f/2.2 অ্যাপারচার, 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, এবং একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা নিয়ে গঠিত। সামনে সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
Oppo Reno 13 5G-এর ব্যাক ও ফ্রন্ট উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সংস্থা ফোনটিতে 5,600 এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছে, যা 80 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। IP68 + IP69 ডুয়াল রেটিং এই ফোনকে জলের 2 মিটার পর্যন্ত গভীরতায় 30 মিনিট ধরে কাজ করতে সক্ষম বানিয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন