Oppo Reno 14FS 5G হুবহু Reno 14F এর মতো দেখতে
Photo Credit: Oppo
Oppo Reno 14FS 5G আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে চলে আসতে পারে। সংস্থা এই বিষয়ে এখনও মুখ না খুললেও, একটি সূত্র নতুন স্মার্টফোনটির দাম থেকে শুরু করে ডিজাইন এবং স্পেসিফিকেশন ফাঁস করেছে। এটি জুনে লঞ্চ হওয়া Oppo Reno 14F এর থেকে আরও উন্নত ফিচার্স প্রদান করবে বলে জানা গিয়েছে। আপকামিং ফোনটি Oppo Reno 14 সিরিজের চতুর্থ মডেল হতে চলেছে। Oppo Reno 14FS 5G বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI পরিচালিত ফিচার্সের সাথে আসবে। এতে 6,000mAh ব্যাটারি, IP69 রেটিং, ও 120 হার্টজ AMOLED ডিসপ্লে পাওয়া যাবে।
Ytechb-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, Oppo Reno 14FS 5G লুমিনাস গ্রিন ও ওপাল ব্লু রঙে উপলব্ধ হবে। স্মার্টফোনটি 12 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ অপশনে বিক্রি হবে বলে খবর পাওয়া গিয়েছে। ফাঁস হওয়া রেন্ডার থেকে ডিজাইনও প্রকাশ্যে এসেছে। নতুন হ্যান্ডসেটটির নীল রঙের ভেরিয়েন্টের ছবি সামনে এসেছে। এবং এটি হুবহু Reno 14F 5G মডেলের মতো দেখতে।
রিপোর্টে দাবি করা হয়েছে, Oppo Reno 14FS 5G এর দাম ইউরোপে 450 ইউরো (প্রায় 45,700 টাকা) হবে। এটি জুলাইয়ের শেষের দিকে বা আগস্টের শুরুতে আত্মপ্রকাশ করতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যেই এই লাইনআপে Reno 14 (স্ট্যান্ডার্ড), Reno 14 Pro, ও Reno 14F লঞ্চ হয়েছে। গত মাসে প্রথম দু'টি ফোন ভারতে এসেছে। Reno 14FS 5G এ দেশে লঞ্চ হবে কিনা সেটা এখনও নিশ্চিত করা যায়নি।
ছবি এবং ভিডিওর জন্য, ওপ্পো রেনো 14এফএস 5G এর পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। এটি 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়ে গঠিত হবে। নতুন স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারি দেখা যাবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69 রেটিং অফার করবে বলে জানা গিয়েছে।
Oppo Reno 14FS 5G এর সামনের দিকে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 120 হার্টজ। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার জন্য একটি সেন্টার হোল পাঞ্চ কাটআউট রয়েছে। নতুন মডেলটি Snapdragon 6 Gen 4 প্রসসর দ্বারা চালিত হবে। এটি Android 15 ভিত্তিক ColorOS 15.0.2 কাস্টম স্কিনের সঙ্গে আসবে। ফোনটিতে গুগলের সার্কেল টু সার্চ ও Gemini AI থাকবে।
প্রসঙ্গত, Oppp Reno 14 5G ভারতে 37,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। এতে MediaTek Dimensity 8350 চিপ, 80W ফাস্ট চার্জিং ও 6,000mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে, Reno 14 Pro এর দাম 49,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু হচ্ছে। এতে MediaTek Dimensity 8450 প্রসেসর ও 6,200mAh ব্যাটারি আছে। উভয় মডেলেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.