Oppo Reno 14 5G সিরিজ IP66 + IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং পূরণ করে বলে দাবি করা হয়েছে।
Photo Credit: Oppo
Oppo Reno 14 5G সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে
Oppo Reno 14 5G সিরিজ আজ ভারতের প্রিমিয়াম স্মার্টফোনের বাজার কাঁপিয়ে লঞ্চ হল। এই সিরিজে Oppp Reno 14 5G এবং Oppo Reno 14 Pro 5G দেশে এসেছে। কোম্পানি Pro ভেরিয়েন্টে MediaTek Dimensity 8450 প্রসেসর, 6,200mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জিং সাপোর্ট রেখেছে। অন্যদিকে, বেস মডেলটি MediaTek Dimensity 8350 চিপসেট দ্বারা চালিত। এতে 80W ফাস্ট চার্জিং থাকলেও ব্যাটারি ক্যাপাসিটি 6,000mAh। চমৎকার ডিজাইন, তুখোড় ক্যামেরা, ও AI ফিচার্স ওপ্পোর নতুন ফোনগুলির মূল আকর্ষণ। সিরিজের প্রতিটি মডেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। উল্লেখ্য, Oppo Reno 14 5G লাইনআপ মে মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল।
ভারতে Oppo Reno 14 5G এর দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে এবং বেস মডেলটিতে 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ পাওয়া যায়। উচ্চতর 12 জিবি + 256 জিবি এবং 12 জিবি + 512 জিবি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 42,999 টাকা ধার্য করা হয়েছে। এটি ফরেস্ট গ্রিন ও পার্ল হোয়াইট রঙে উপলব্ধ।
অন্যদিকে, Oppo Reno 14 Pro 5G এর দাম 49,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ অফার করে। আর 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 54,999 টাকা। এটি পার্ল হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে কালার অপশনে পাওয়া যাবে Oppo Reno 14 5G সিরিজ জুলাই 8 থেকে ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট, Amazon এবং নির্বাচিত রিটেল স্টোরগুলি থেকে কেনা যাবে।
Oppo Reno 14 Pro 5G-তে 6.83 ইঞ্চি LTPS OLED স্ক্রিন আছে যার রিফ্রেশ রেট 120Hz, রেজোলিউশন 1.5K (1,272x2,800 পিক্সেল), ও ব্রাইটনেস 1,200 নিট পর্যন্ত। ডিসপ্লে প্যানেলটি কর্নিং গরিলা গ্লাস 7i দিয়ে সুরক্ষিত এবং স্প্ল্যাশ ও গ্লাভ টাচ সমর্থন করে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 প্রসেসর, 12 জিবি র্যাম ও 512 জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। এটি অ্যান্ড্রয়েড 15-ভিত্তিক ColorOS 15.0.2 কাস্টম স্কিনে চলে।
ওপ্পো রেনো 14 প্রো 5G ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর এবং 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে যা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। এটি 60fps এ 4K HDR ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এর সাথে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে, সেলফি ও ভিডিও কলের জন্য একটি 50 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
নতুন ফোনটিতে Google Gemini সাপোর্ট ছাড়াও, এআই আনব্লার, এআই রিকম্পোজ, এআই কল অ্যাসিস্ট্যান্ট এবং এআই মাইন্ড স্পেস-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর বৈশিষ্ট্য রয়েছে। স্মার্টফোনটির 6,200mAh ব্যাটারি 80W SuperVOOC এবং 50W AirVOOC চার্জিং সাপোর্ট করে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে। ফোনটি IP66 + IP68 + IP69 ধুলো ও জল প্রতিরোধী রেটিং পূরণ করে বলে দাবি করা হয়েছে।
বেস Oppo Reno 14 5G ফোনটিতে একটু ছোট 6.59-ইঞ্চি 1.5K OLED ডিসপ্লে রয়েছে। কয়েকটি জায়গা বাদ দিলে প্রো মডেলের মতোই বৈশিষ্ট্য। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেট দ্বারা চালিত এবং 80W ওয়্যার্ড চার্জিং সহ 6,000mAh ব্যাটারি পেয়েছে। Pro মডেলের মতো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে না। অপারেটিং সিস্টেম, বিল্ড, ও কানেক্টিভিটি ফিচার্স Pro সংস্করণের মতোই। ক্যামেরা সেটআপও একই রকম, তবে 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরার পরিবর্তে, স্ট্যান্ডার্ড মডেলে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Glaciers Speed Up in Summer and Slow in Winter, New Global Map Reveals
Be Dune Teen OTT Release: When, Where to Watch the Marathi Comedy Drama Series
Four More Shots Please Season 4 OTT Release: Where to Watch the Final Chapter of the Web Series