ভারতে বিক্রি শুরু হল Oppo Reno 2Z। অনলাইনে Amazon আর Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে Reno 2Z। গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। এই ফোনে রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। Reno 2Z ফোনের পিছনে ক্যামেরায় একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য থাকছে পপ-আপ ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে Helio P90 চিপসেট, 8GB RAM।
Reno 2Z এর দাম 29,990 টাকা। তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইনে বিক্রি শুরু হয়েছে Oppo Reno 2Z। 2Z। অনলাইনে Amazon আর Flipkart থেকে এই ফোন পাওয়া যাবে। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে Reno 2Z।
লঞ্চ অফারে কোন ডাউন পেমেন্ট ছাড়াও Bajaj Finserv গ্রাহকরা ইএমআই এর মাধ্যমে এই ফোন কিনতে পারবেন। HDFC ব্যাঙ্ক ক্রেট ও ডেট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজাকশানে 5 শতাংশ ছাড় পাওয়া যাবে। Jio গ্রাহকরা 199 টাকা আর 299 টাকা রিচার্জে পাবেন ডবল ডেটা। Vodafone গ্রাহকরা পাবেন 3,750 টাকা ক্যাশব্যাক আর 250GB অতিরিক্ত ডেটা।
Oppo Reno 2Z ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P90 চিপসেট, 8GB LPDDR4X RAM আর 256GB UFS 2.1 স্টোরেজ। Oppo Reno 2Z ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।
ছবি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে একটি 119 ডিক্রি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2Z ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন