কয়েক দিন আগেই ভারতে Reno 3 Pro লঞ্চের ঘোষণা করেছিল Oppo। মঙ্গলবার চিনা কোম্পানিটি জানিয়েছে 2 মার্চ লঞ্চ হবে এই স্মার্টফোন।
Oppo Reno 3 Pro -র পিছনে চারটি ক্যামেরা থাকছে
কয়েক দিন আগেই ভারতে Reno 3 Pro লঞ্চের ঘোষণা করেছিল Oppo। মঙ্গলবার চিনা কোম্পানিটি জানিয়েছে 2 মার্চ লঞ্চ হবে এই স্মার্টফোন। এই ফোনে মোট ছয়টি ক্যামেরা থাকবে। এর মধ্যে পিছনে চারটি ও হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে দুটি সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের সেলফি ক্যামেরায় থাকছে 44 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
গত বছর ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল Oppo Reno 3 Pro। চিনে এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চি কার্ভড 90Hz ডিসপ্লে। যদিও সম্প্রতি প্রকাশিত টিজারে ভারতের ভার্সানে ফ্ল্যাট ডিসপ্লে দেখা গিয়েছে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
করোনাভাইরাসের প্রকোপে দামী হল Redmi Note 8
চিনে Oppo Reno 3 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে 13 মেগাপিক্সেল টেলি-ফটো ক্যামেরা, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। চিনে 5G কানেক্টিভিটি সহ Oppo Reno 3 Pro লঞ্চ হলেও ভারতে শুধুমাত্র 4G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Black Friday Sale 2025: iQOO Z10x, iQOO Neo 10R and More Smartphones Go on Sale at Discounted Prices
Ubisoft Has No Plans for a Second Assassin's Creed Shadows Expansion