Poco F7 5G ভারতে 7,550mah ব্যাটারির সাথে হাজির, ফিচার্সে দামি ফোনকেও টেক্কা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 জুন 2025 19:52 IST
হাইলাইট
  • Poco F7 5G-এর হাইলাইট 7,550mAh ব্যাটারি
  • ফোনটিতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
  • Poco F7 5G-তে IP66+IP68+IP69 রেটিং রয়েছে

Poco F7 5G সাইবার সিলভার এডিশন, ফ্রস্ট হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে বিক্রি হবে

Photo Credit: Poco

Poco F7 5G অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হল। পোকোর এই ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনের হাইলাইট হল বিশাল 7,550mAh ব্যাটারি। এমন পাওয়ারফুল ব্যাটারি কিন্তু শুধু ভারতের জন্যই এক্সক্লুসিভ। কারণ ফোনটির গ্লোবাল ভার্সনে দেওয়া হয়েছে 6,500mAh ব্যাটারি। Poco F7 5G-তে প্রিমিয়াম Snapdragon 8s Gen 4 চিপসেট, 6,000 স্কোয়ার মিমি ভেপার কুলিং চেম্বার রয়েছে এবং স্মার্টফোনটি Xiaomi-এর HyperOS 2.0 কাস্টম স্কিনে রান করবে। ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা এবং সামনের দিকে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনটি IP66+IP68+IP69 রেটিং পূরণ করে বলে দাবি করা হয়েছে।

ভারতে Poco F7 5G এর দাম

ভারতে Poco F7 5G এর বেস মডেলের দাম 31,999 টাকা। এটি 12GB RAM + 256GB স্টোরেজ অফার করে। অন্যদিকে, 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা। জুলাই 1 থেকে ফ্লিপকার্টের মাধ্যমে এই হ্যান্ডসেটটি কিনতে পাওয়া যাবে। এটি সাইবার সিলভার এডিশন, ফ্রস্ট হোয়াইট এবং ফ্যান্টম ব্ল্যাক রঙে বিক্রি হবে।

Poco F7 5G স্পেসিফিকেশন, ফিচার্স

পোকো এফ7 5G-তে  6.83-ইঞ্চি ফুল-এইচডি+ (1,280x2,772 পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। প্যানেলটি 2,560Hz পর্যন্ত ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 3,840Hz PWM ডিমিং রেট ও 3,200 নিট পর্যন্ত ব্রাইটনেস প্রদান করে। এটি HDR10+ সাপোর্ট এবং কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশনও দিচ্ছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর দিয়ে সজ্জিত, যার সাথে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS4.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত আছে।

Poco F7 5G-এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ফোনটিতে AI-সমর্থিত তাপমাত্রা নিয়ন্ত্রণ সহ একটি 3D IceLoop সিস্টেম এবং তাপ বের করে দেওয়ার জন্য একটি 6,000 স্কোয়ার মিমি ভেপার কুলিং চেম্বার রয়েছে। এটি WildBoost Optimization 3.0 সাপোর্ট করে, যা গেমিং অভিজ্ঞতা উন্নত করবে বলে দাবি পোকোর। ফোনটিতে একটি ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেমও রয়েছে।

Poco F7 5G এর ভারতীয় ভেরিয়েন্টে 7,550mAh ব্যাটারি রয়েছে যা 90W ওয়ার্ট ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। ডিভাইসটি অ্যালুমিনিয়াম মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেলের সাথে এসেছে। ফোনটি IP66+IP68+IP69 রেটিং পূরণ করে বলে দাবি করা হয়েছে।

Poco F7 5G অ্যান্ড্রয়েড 15-নির্ভর HyperOS 2.0 সফটওয়্যারে রান করে এবং এতে তিন বছরের জন্য মেজর OS আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটি গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ, AI নোটস, AI ইন্টারপ্রেটার, AI ইমেজ এনহ্যান্সমেন্ট, AI ইমেজ এক্সপ্যানশনের মতো এআই বৈশিষ্ট্য অফার করছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung বছরের সেরা অফার আনল, 42,000 টাকারও বেশি ছাড়ে বিক্রি হচ্ছে এই ফোন
  2. মিসড কল মেসেজ সহ একঝাঁক নতুন ফিচার আনল WhatsApp, স্ট্যাটাস ও চ্যাটেও বিরাট পরিবর্তন
  3. Realme Narzo 90 সিরিজের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, সস্তায় সেরা ফিচার পাবেন
  4. Vivo S50 স্মার্টফোনের জগতে ঝড় তুলতে আসছে, যেমন ক্যামেরা, তেমন প্রসেসর ও ব্যাটারি
  5. Samsung গ্রাহকদের অভিযোগ মেনে নিয়ে স্মার্টফোনের প্রধান সমস্যা মেটাতে চলেছে
  6. Nothing Phone 4a এবং Phone 4a Pro স্মার্টফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, ফিচার্স কেমন দেখে নিন
  7. Poco M8 Pro: বাজেটে দুর্দান্ত ফোন আনছে পোকো, বিশাল ব্যাটারির সঙ্গে থাকছে 100W ফাস্ট চার্জিং
  8. OnePlus 15R Ace Edition স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা হল, বাজার কাঁপাতে আসছে এই মাসেই
  9. Redmi 15C 5G-এর সেল অবশেষে শুরু হল, এত সস্তায় 6,000mAh ব্যাটারি, AI ক্যামেরা!
  10. Realme 16 Pro+: রিয়েলমির কামাল, 21 ঘন্টা ননস্টপ ইউটিউব চলবে এই নয়া ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.