Flipkart Big Billion Days সেল সেপ্টেম্বর 23 থেকে শুরু হবে।
Photo Credit: Poco
Poco F7 5G বর্তমানে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল
Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল 1 সপ্তাহ পরেই শুরু হতে চলেছে। প্রতি বছর পুজোর মরসুমের আগে এই মেগা সেল নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাটি। স্মার্টফোন, পিসি, ল্যাপটপ, ট্যাবলেট, পোশাক, প্রসাধনী, ইয়ারফোন, হোম অ্যাপ্লায়েন্স সহ শত শত পণ্যে বিপুল ডিসকাউন্ট থাকে। চলতি বছরেও তার অন্যথা হচ্ছে না। Apple থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ড ফ্লিপকার্টের ফেস্টিভ সেলে অবিশ্বাস্য ছাড়ে স্মার্টফোন বিক্রি করবে। এখন Poco তাদের বিভিন্ন বাজেটে বিক্রিত ফোনে ছাড়ের পরিমাণ প্রকাশ করেছে। সেল শুরু হওয়া মাত্রই সমস্ত ফোনের নতুন দাম লাইভ হয়ে যাবে।
প্রথমেই পোকোর বাজেট ফোনগুলোর ডিল দেখে নেওয়া যাক, যেগুলি মানুষ বেশি খোঁজে। সংস্থার সম্পূর্ণ Poco M7 সিরিজ ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে আসল দামের থেকে কমে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড Poco M7 5G মডেলটি ব্যাঙ্কের ডিসকাউন্ট অর্ন্তভুক্ত করে 8,799 টাকায় পাওয়া যাবে। ফোনটি মার্চ মাসে 9,999 টাকায় ভারতে এসেছিল। এটি 6 জিবি + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল। আর 8 জিবি র্যাম ভেরিয়েন্টের মূল্য 10,999 টাকা রাখা হয়েছিল।
অন্য দিকে, Poco M7 Pro 5G ফোনটি 11,499 টাকায় বিক্রি হবে, যা 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ও লঞ্চ প্রাইসের থেকে 3,500 টাকা কম। হ্যান্ডসেটটি 2024 সালের ডিসেম্বরে MediaTek Dimensity 7025 Ultra চিপসেট এবং 5,110mAh ব্যাটারি সহ ভারতে এসেছিল। Poco M7 Plus 5G এর দাম
13,999 টাকা থেকে কমে 10,999 টাকায় নেমে আসবে। এটি বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজের মূল্য। এতে 6.9 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, এবং 144Hz রিফ্রেশ রেট রয়েছে।
এবার পোকোর দামি মডেলগুলোর ডিসকাউন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। Flipkart Big Billion Days সেলে Poco F7 5G ফোনটি 28,999 টাকায় পাওয়া যাবে, যার মধ্যে ব্যাংক অফার অন্তর্ভুক্ত আছে। এই ফ্ল্যাগশিপ ফোন জুলাইয়ে 31,999 টাকায় ভারতে এসেছিল। এটি 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজের দাম। এই ফোনে 7,550mAh ব্যাটারি, Snapdragon 8s Gen 4 চিপসেট, IP66+IP68+IP69 রেটিং, ও 6,000 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে।
Poco X7 5G ও Poco X7 Pro 5G মডেল দু'টিও সেলে বেশ কম দামে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড Poco X7 5G ও Poco X7 Pro 5G যথাক্রমে 14,499 টাকা এবং 19,999 টাকায় মিলবে। মনে রাখবেন, এই দামে ব্যাংক অফার এবং অন্যান্য ছাড় অন্তর্ভুক্ত রয়েছে। Poco X7 সিরিজ এই বছরের শুরুতে রিলিজ হয়েছিল। স্ট্যান্ডার্ড Poco X7 5G এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম ছিল 21,999 টাকা। অন্য দিকে, Poco X7 Pro 5G মডেলটির দাম 29,999 টাকা থেকে শুরু হয়েছিল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন