7,550mAh ব্যাটারি শুনেছেন, Poco F7 5G ফোনে থাকছে আরও চমক! বলতে পারবেন?

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 19 জুন 2025 18:13 IST
হাইলাইট
  • Poco F7 5G ভারতে Snapdragon 8s Gen 4 চিপের সাথে লঞ্চ হবে
  • ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
  • 7,550mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং বৈশিষ্ট্য পাওয়া যাবে

Poco F7 5G ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা অফার করবে

Photo Credit: Poco

Poco F7 5G ভারতে জুন 24 লঞ্চ হতে চলেছে। সম্প্রতি পোকোর এই ফ্ল্যাগশিপ কিলারের ডিজাইন প্রকাশ হয়েছে। আর এখন স্মার্টফোনটিতে ব্যবহৃত প্রসেসরের নাম ঘোষণা করেছে কোম্পানি। এটি Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেটের সাথে আসবে বলে জানানো হয়েছে। Poco F7 এর ভারতীয় ভার্সনে বিশাল 7,550mAh সিলিকন কার্বন ব্যাটারি থাকবে, যা 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। ছবিতে, ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। 50 মেগাপিক্সেলের Sony প্রাইমারি ক্যামেরাটি OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সমর্থন করবে।

Poco F7 5G প্রসেসর 

সংস্থাটি তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানিয়েছে, Poco F7 5G ভারতে Snapdragon 8s Gen 4 চিপসেটের সাথে লঞ্চ হবে। কোম্পানির দাবি, এটি AnTuTu বেঞ্চমার্কে 2.1 মিলিয়নেরও বেশি পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে। গ্লোবাল ভেরিয়েন্টটিতেও একই প্রসেসর থাকতে চলেছে। Flipkart এর মাইক্রোসাইট এতে 12GB LPDDR5X RAM এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজ সাপোর্ট নিশ্চিত করেছে। 

Poco F7 5G এর একটি বড় ফিচার হল, AI তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা সহ একটি 3D IceLoop সিস্টেম এবং 6,000 স্কোয়ার মিলিমিটারের কুলিং চেম্বার। পোকোর দাবি, এই ফোন WildBoost গেমিং অপ্টিমাইজেশন 4.0 সাপোর্ট করবে, যা গেম খেলার সময় ব্যাটারি লাইফ বৃদ্ধির পাশাপাশি, উচ্চ-মানের ছবি রেন্ডারিং, আরও রেসপন্সিভ ইউজার ইন্টারফেস, স্টেবল হাই ব্রাইটনেস এবং হাই ফ্রেম রেট নিশ্চিত করবে।

পোকো এফ7 5G এর ফটোগ্রাফি সিস্টেমের কথা বললে, এতে OIS সহ একটি 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং f/1.5 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। তবে সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য, 20 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেখা যেতে পারে। ফোনটি তিনটি কালার অপশনে উপলব্ধ হবে - সাদা, কালো, এবং সিলভার।

Poco F7 5G এর সামনের দিকে 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 120Hz , টাচ স্যাম্পলিং রেট 480Hz, এবং পিক ব্রাইটনেস 3,200 নিট হবে বলে দাবি করা হয়েছে। ফোনটি Android 15-ভিত্তিক HyperOS 2 কাস্টম স্কিনে রান করবে। আবার Wi-Fi 7 কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে। IP68 রেটেড ফ্রেম ধুলো এবং জল থেকে রক্ষা করবে। সিকিউরিটির জন্য অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। উল্লেখ্য, Poco F7 5G ফোনটির গ্লোবাল ভেরিয়েন্টে 7,550mAh ক্যাপাসিটির ব্যাটারির বদলে 6,500mAh ব্যাটারি থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে।
...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.