Poco F8 Series equipped with a Bose-tuned speaker system
Photo Credit: Poco
Poco F8 সিরিজ নভেম্বর 26 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। শাওমির সাব-ব্র্যান্ডটি আনুষ্ঠানিক ভাবে এই কথা ঘোষণা করেছে। এই লাইনআপের অধীনে Poco F8 ও Poco F8 Ultra আত্মপ্রকাশ করবে। লঞ্চ ইভেন্টটি ইন্দোনেশিয়ার বালিতে আয়োজন করা হয়েছে। ফোনগুলি ভারতীয় বাজারেও আসবে বলে আশা করা যায়। Poco F8 Pro এবং F8 Ultra মডেল দু'টি Bose কোম্পানির স্পিকারের সঙ্গে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। উভয় স্মার্টফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার হবে। সংস্থা ইতিমধ্যেই দুই ফোনের ছবি প্রকাশ করেছে।
পোকো তাদের X (পূর্বনাম টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করে মার্কিন অডিও জায়েন্ট Bose-এর সঙ্গে পার্টনারশিপ নিশ্চিত করেছে। অর্থাৎ Poco X8 Pro এবং Poco X8 Ultra বোসের স্পিকার দিয়ে সজ্জিত থাকবে। সংস্থা দাবি করছে, ফোনগুলির স্পিকার এমনভাবে টিউন করা হয়েছে যাতে সর্বোচ্চ মানের শব্দ উৎপন্ন হয় ও অডিওকে আরও প্রাণবন্ত করে তোলে।
Poco F8 Pro মডেলটি Snapdragon 8 Elite প্রসেসরে চলবে, যেখানে F8 Ultra ভ্যারিয়েন্টে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকবে বলে জানা গেছে। ডিজাইন, প্রসেসর, বা ফিচার — সবকিছুই ইঙ্গিত করছে যে, Poco F8 ও F8 Ultra যথাক্রমে Redmi K90 ও Redmi K90 Pro Max-এর রিব্র্যান্ডেড ভার্সন। রেডমির এই দুই ফোন অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে।
Xiaomi 17-এর মতো Redmi K90 Pro Max বা Poco F8 Ultra এর ক্যামেরা মডিউলে চারটি গোল কাটআউট রয়েছে। তবে এখানে ক্যামেরা মডিউলটি অনেক বড় ও ফোনের উপরিভাগের প্রায় সমস্ত অংশ জুড়ে আছে। ক্যামেরার পাশে একটি গোল স্পিকারের উপর 'সাউন্ড বাই বোস' লেখা আছে, যা রেডমি এবং বোসের জোট নিশ্চিত করে।
Redmi K90 Pro Max বিশেষ ডেনিম ব্লু ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। ডেনিম জিন্সের অনুকরণে ফোনের পিছনে বিশেষ টেক্সচার রয়েছে। ন্যানো লেদার উপকরণ দিয়ে নির্মিত এই টেক্সচার অন্যান্য ফোনের তুলনায় একেবারে আলাদা অনুভূতি দেবে। Redmi K90 সিরিজের উভয় মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। দুই ফোনেরই ব্যাটারি ক্যাপাসিটি 7,000mAh-এর বেশি। গ্লোবাল ভার্সনেও একই স্পেসিফিকেশন থাকে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে Poco F8 সিরিজ হয়তো চার্জার ছাড়াই আসতে পারে। ফলে কোম্পানি বহুদিন ধরে বক্সে ফ্রি চার্জার দেওয়ার যে রীতি বজায় রেখেছিল, তা এবার বন্ধ হয়ে যেতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.