Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
Photo Credit: Redmi
Redmi K90 Pro Max-এর ক্যামেরার পাশে Bose স্পিকার রয়েছে
Redmi K90 Pro Max বৃহস্পতিবার চীনে লঞ্চ হয়েছে। এটি রেডমির প্রথম স্মার্টফোন, যেখানে 7,560mAh ব্যাটারি এবং Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর রয়েছে। এটির নীল রঙের ভেরিয়েন্টে ব্যবহৃত ব্যাক কভারে ডেনিম জিন্সের মতো টেক্সচার আছে। সংস্থার দাবি, এতে দাগছোপ বা হলুদ দাগ পড়বে না। যদিও বা দাগ লাগে, সেটা সহজেই মুছে ফেলা যাবে। হ্যান্ডসেটটি Bose-এর টিউন করা 2.1 চ্যানেল স্পিকারের সঙ্গে এসেছে, যার ফলে ব্যবহারকারীরা গান শোনা অথবা ভিডিও দেখার সময় দুর্দান্ত অভিজ্ঞতা পাবে। ফ্ল্যাগশিপ Redmi K90 Pro Max-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে AI-পরিচালিত গ্রাফিক্স চিপ, হাই কুলিং ও হাই পারফরম্যান্সের জন্য 6,700 বর্গমিমি 3D আইস-সিল্ড হিটসিঙ্ক, Wi-Fi 7, ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ, IP68 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, NFC, ইত্যাদি।
রেডমি কে90 প্রো ম্যাক্স TCL-এর M10 ফ্ল্যাট 6.9 ইঞ্চি LTPS ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,560 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (2,608x 1,200 পিক্সেল), DC ডিমিং, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। স্ক্রিনে ওয়েট টাচ 2.0 সাপোর্ট থাকার ফলে, হাত বা আঙুল ভেজা থাকলেও ফোন ব্যবহার করা যাবে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Redmi K90 Pro Max ট্রিপল ক্যামেরার সঙ্গে এসেছে। প্রাইমারি ক্যামেরায় ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের 1/1.31 ইঞ্চি লাইট ফিউশন ক্যামেরা সেন্সর আছে। সঙ্গে 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.4 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের ও এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
রেডমির নতুন ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসরে চলে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম ও সর্বোচ্চ 1 টিবি UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ও 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সহ 7,560mAh ব্যাটারি আছে। ফোনটি Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে চলে।
Redmi K90 Pro Max-এর দাম চীনে 3,999 ইউয়ান (প্রায় 49,000 টাকা) থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 4,499 ইউয়ান (প্রায় 55,000 টাকা), 4,799 ইউয়ান (প্রায় 59,000 টাকা), ও 5,299 ইউয়ান (প্রায় 65,900 টাকা)। এটি ডেনিম, গোল্ডেন হোয়াইট, ও ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন