Redmi K90 স্মার্টফোনে Bose-এর ডিজাইন করা স্পিকার রয়েছে যা উচ্চমানের শব্দ উৎপন্ন করবে।
Photo Credit: Redmi
Redmi K90-এর পিছনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে
Redmi K90 বৃহস্পতিবার Redmi Pro Max-এর সঙ্গে চীনে লঞ্চ হয়েছে। এটি রেডমির স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেব এসেছে। এতে 7,10mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ মার্কিন অডিও জায়েন্ট Bose-এর ডিজাইন করা স্পিকার, যা উচ্চমানের শব্দ উৎপন্ন করবে। ফলে গান শোনা অথবা সিনেমা দেখা আরও উপভোগ্য হয়ে উঠবে। Redmi K90-এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, শাওমির P3 স্মার্ট ফাস্ট চার্জিং চিপ, Wi-Fi 7, উন্নত কুলিং সিস্টেম, এবং IP68 ধুলো ও জল প্রতিরোধী রেটিং।
রেডমি কে90 TCL-এর তৈরি 6.9 ইঞ্চি এলটিপিএস ওলেড ডিসপ্লে পেয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,560 হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 2K রেজোলিউশন (2,510x 1,156 পিক্সেল), DC ডিমিং, 3,500 নিট পিক ব্রাইটনেস, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।
Redmi K90 মডেলটির পিছনে ট্রিপল ক্যামেরা আছে। সেটআপটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের 1/1.55 ইঞ্চি লাইট ফিউশন 800 ক্যামেরা সেন্সর, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং f/2.2 অ্যাপারচার সহ 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 2.5x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স নিয়ে গঠিত। ব্যাক ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 4K ভিডিও রেকর্ডিং সহ 20 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।
রেডমির স্ট্যান্ডার্ড ফ্ল্যাগশিপে গত বছরের স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর ও Adreno 830 জিপিইউ আছে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 1 টিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসটিতে 100W ফাস্ট চার্জিং ও 22.5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সহ 7,560mAh ব্যাটারি আছে। ফোনটি Android 16 নির্ভর HyperOS 3 কাস্টম সফটওয়্যারে রান করে।
Redmi K90-এর দাম চীনে 2,599 ইউয়ান (প্রায় 32,000 টাকা) থেকে শুরু হচ্ছে, যা 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ অফার করে। অন্য দিকে, 16 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, এবং 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 2,899 ইউয়ান (প্রায় 35,000 টাকা), 3,199 ইউয়ান (প্রায় 39,000 টাকা), 3,499 ইউয়ান (প্রায় 43,000 টাকা), এবং 3,999 ইউয়ান (প্রায় 49,000 টাকা)। এটি হোয়াইট, ব্লু, ব্ল্যাক, এবং পার্পেল কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও ঘোষণা হয়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন