Poco M7 Plus 5G অ্যাকোয়া ব্লু, কার্বন ব্ল্যাক এবং ক্রোম সিলভার রঙে এসেছে
Photo Credit: Poco
Poco M7 Plus বুধবার ভারতে লঞ্চ হল। স্মার্টফোনটির যে তিন ফিচার্স নিয়ে মাতামাতি হচ্ছে সেটি হল 7,000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে, এবং 144Hz রিফ্রেশ রেট। 14,000 টাকার মধ্যে দেশের আর কোনও ফোনে এত বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ও উচ্চ রিফ্রেশ রেট নেই। এটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেটের সঙ্গে এসেছে। এতে 16 জিবি পর্যন্ত র্যাম (ফিজিক্যাল + ভার্চুয়াল) রয়েছে। ফোনটিতে 4 বছর সিকিউরিটি আপডেট প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, এটি ভারতে Poco M7 5G সিরিজের তৃতীয় মডেল। এর আগে, Poco M7 5G ও Poco M7 Pro 5G দেশে লঞ্চ হয়েছে।
ভারতে Poco M7 Plus 5G লঞ্চ হয়েছে 13,999 টাকায়। এটি 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম। অন্যদিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 14,999 টাকা। আগস্ট 19 দুপুর 12টা থেকে Flipkart-এর মাধ্যমে স্মার্টফোনটি ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। এটি অ্যাকোয়া ব্লু, কার্বন ব্ল্যাক এবং ক্রোম সিলভার রঙে কিনতে পারবেন। লঞ্চ অফারের অংশ হিসেবে, ক্রেতারা HDFC, SBI, বা ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন।
Poco M7 Plus 5G এর প্রধান আকর্ষণ 33W চার্জিং সাপোর্ট সহ 7,000mAh কার্বন-সিলিকন ব্যাটারি। এই প্রযুক্তির ব্যাটারিতে অ্যানোড হিসেবে গ্রাফাইটের পরিবর্তে সিলিকন এবং কার্বনের সংমিশ্রণ ব্যবহৃত হয়। পোকো দাবি করেছে, এক চার্জে অফলাইনে 144 ঘন্টা গান শুনতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে 27 ঘন্টা স্ক্রলিং করা যাবে। এছাড়াও, 24 ঘন্টা ভিডিয়ো দেখতে পারবেন। 18W রিভার্স চার্জিং সাপোর্টের সঙ্গে আসার ফলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করবে।
পোকো এম7 প্লাস 5G এর সামনে 6.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে যা FHD+ (1,080 × 2,340 পিক্সেল) রেজোলিউশন, 288 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 144 হার্টজ রিফ্রেশ রেট, এবং সর্বোচ্চ 850 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনে কম নীল আলো, ফ্লিকার-ফ্রি এবং সার্কাডিয়ান স্ট্যান্ডার্ডের জন্য ট্রিপল TÜV রাইনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে। এটি স্ন্যাপড্রাগন 6এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। সঙ্গে 8 জিবি LPDDR4x র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বাড়াতে পারবেন। র্যামও ভার্চুয়ালি 16 জিবি (8 জিবি + 8 জিবি)পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Poco M7 Plus 5G-তে একটি 50 মেগাপিক্সেলের (F/1.8 অ্যাপারচার) প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। ক্যামেরাগুলি 1080p/30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সমর্থন করে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে। এতে দুই বছরের Android OS আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়া, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (সাইড ফেসিং), IR (ইনফ্রারেড) ব্লাস্টার, ও IP64 জলরোধী রেটিং থাকছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.