Poco M7 Plus 5G এর যে তিন ফিচার্স নিয়ে মাতামাতি হচ্ছে সেটি হল 7,000mAh ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট। 15,000 টাকার মধ্যে দেশের আর কোনও ফোনে এত বড় ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ও উচ্চ রিফ্রেশ রেট নেই।
Poco M7 Plus 5G এর ব্যাটারি যদি অ্যাডভ্যান্টেজ হয়, তাহলে নিঃসন্দেহে বাহ্যিক দিক থেকে ডিজাইন নজর কাড়তে চলেছে। ক্যামেরা মডিউল অনেকটা F7 5G মডেলটির কায়দায় বানানো হয়েছে। ব্যাক প্যানেলের চারপাশে লাল ও নীল রঙের বর্ডার রয়েছে।