Poco X7 5G সিরিজটি নিয়ে আসতে চলেছে Poco X7 এবং Poco X7 Pro

ভারতে Poco X7 5G সিরিজটি জানুয়ারি মাসের 9 তারিখ উন্মোচিত করা হবে

Poco X7 5G সিরিজটি নিয়ে আসতে চলেছে Poco X7 এবং Poco X7 Pro

Photo Credit: X/PocoIndia

Poco X7 5G (বামে) এবং Poco X7 Pro 5G (ডানে) কালো এবং হলুদ বিকল্পগুলিতে দেখা যাচ্ছে

হাইলাইট
  • Poco X7 5G সিরিজটির হ্যান্ডসেটগুলি একটি 50- মেগাপিক্সেলের প্রধান ক্যামে
  • ভ্যানিলা বিকল্পটি একটি 20-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসতে পারে
  • Poco X7 5G-সিরিজের ফোনগুলি 90W পর্যন্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন
বিজ্ঞাপন

আগামী 9ই জানুয়ারি ভারতে Poco X7 5G সিরিজটি লঞ্চ করা হবে। লাইনআপটি একটি বেসমডেল Poco X7 5G এবং একটি Poco X7 Pro 5G বিকল্পের সাথে আসবে। দেশের বাজারে হ্যান্ডসেটগুলি ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। বর্তমানে কোম্পানি আসন্ন হ্যান্ডসেটদুটির ডিজাইন প্রকাশ করেছে এবং এর পাশাপাশি প্রো-মডেলটির চিপসেটের বিবরণও প্রকাশ করা হয়েছে। এরপূর্বে Poco X7 5G-সিরিজটি সম্বন্ধিত ফাঁস হওয়া তথ্যগুলি হ্যান্ডসেটগুলো নিয়ে কিছু আনুমানিক বৈশিষ্ট্যর তথ্য দিয়েছে।

Poco X7 5G সিরিজটির ডিজাইন এবং ফিচার:

একটি X-পোস্টের মাধ্যমে কোম্পানি একটি সিরিজের অন্তর্গত Poco X7 5G এবং Poco X7 Pro 5G-হ্যান্ডসেটগুলির ডিজাইন টিজ করেছে। এছাড়াও তারা হ্যান্ডসেটগুলিকে ফ্লিপকার্ট মাইক্রোসাইটের তালিকায় যুক্ত করেছে। বেস মডেলটি রিয়ার প্যানেলের মধ্যবর্তী অংশে গোলাকার ক্যামেরা মডিউল দ্বারা সজ্জিত হয়ে উপস্থিত হবে, যেখানে প্রো-মডেলটিতে পিছনের অংশে উপরের বাম দিকের কোণে গোলাকৃতি ক্যামেরা স্লটের সাথে একটি পিল আকারের ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে। উভয় স্মার্টফোনকেই ব্র্যান্ডের বৈশিষ্ট্য সম্পন্ন হলুদ এবং কালো হলুদ রঙের বিকল্পে দেখা যাচ্ছে।

আবার অন্য একটি পোস্টের মাধ্যমে কোম্পানি নিশ্চিত করেছে যে, Poco X7 Pro 5G-হ্যান্ডসেটটি একটি MediaTek Dimensity 8400 Ultra SoC দ্বারা চালিত হবে। পূর্বের কিছু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বেস-মডেলটি একটি MediaTek Dimensity 7300-Ultra চিপসেট পাবে। এছাড়াও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Poco X7 5G-ফোনটি সিলভার এবং সবুজ রঙের বিকল্পের সাথে আসতে পারে। অন্যদিকে প্রো-বিকল্পটি একটি ডুয়াল-টোন সমৃদ্ধ কালো এবং সবুজ রঙ পাবে বলে মনে করা হচ্ছে।

ডিজাইন টিজারটি প্রকাশ করেছে যে, Poco X7 5G-সিরিজটির হ্যান্ডসেটগুলি একটি 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা পাবে এবং প্রো-বিকল্পটি একটি Sony IMX882 সেন্সর পাবে বলে জানানো হয়েছে। সিরিজটির ভ্যানিলা বিকল্পটি একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসতে পারে। হ্যান্ডসেটগুলিতে IP68-রেটিং যুক্ত করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, Poco X7 5G-হ্যান্ডসেটটিতে একটি 6.67 ইঞ্চির 120Hz AMOLED 1.5K ডিসপ্লে এবং এটিতে কর্নিং গরিলা গ্লাস Victus 2-এর সুরক্ষা থাকবে। অন্যদিকে প্রো-মডেলটিতে একটি 6.67 ইঞ্চির CrystalRez 1.5K AMOLED স্ক্রিন থাকবে। Poco X7 এবং Poco X7 Pro-হ্যান্ডসেটগুলিতে যথাক্রমে 5,110 এবং 6000mAh ব্যাটারী থাকতে পারে এবং এগুলি 45W এবং 90W-এর দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে চলবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro: Apple এর বিরাট চমক, আইফোনে আসছে ট্রান্সপারেন্ট ডিজাইন!
  2. Oppo Find X9 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস, উত্তেজনায় ফুটছে ক্রেতারা
  3. ফুল চার্জ মাত্র 30 মিনিটে! ট্রিপল ক্যামেরার Realme ফোনের দাম 15,500 টাকা কমল
  4. Oppo Find X9 সিরিজ ভারতে নভেম্বর 18 লঞ্চ হচ্ছে, থাকবে 200MP ক্যামেরা ও 7,500mAh ব্যাটারি
  5. B by Lenskart: লেন্সকার্ট AI চশমা লঞ্চের ঘোষণা করল, চোখের ইশারায় হবে UPI পেমেন্ট
  6. Realme C85 5G নভেম্বরে ভারতে আসছে, সস্তায় 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা পাবেন
  7. Oppo Reno 15 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, 200 মেগাপিক্সেল AI ক্যামেরায় বাজিমাত করবে
  8. Vivo S50 সিরিজের নয়া ফোন 90W ফাস্ট চার্জিং ও ট্রিপল ক্যামেরার সঙ্গে লঞ্চ হচ্ছে
  9. 27,000 টাকার বেশি ছাড়ে Samsung এর জনপ্রিয় স্মার্টফোন বিক্রি হচ্ছে, AI ফিচার্সে ভরপুর
  10. Realme GT 8 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট ভারতে ঘোষণা হল, লুকস, ক্যামেরা, ফিচার, সবকিছুতে সেরা!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »