Realme 15T তিনটি Android আপগ্রেড ও চার বছর সিকিউরিটি আপডেট পাবে
Photo Credit: Realme
Realme 15T মঙ্গলবার ভারতে লঞ্চ হল। এই নতুন মিড-রেঞ্জ স্মার্টফোনটির তিন মুখ্য আকর্ষণ হল, 50 মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, এবং 4,000 নিট পিক ব্রাইটনেসের AMOLED ডিসপ্লে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনটি 181 গ্রামের মধ্যে ওজন ধরে রেখেছে। এটি 7.79 মিমি পুরু, অর্থাৎ একটি পেন্সিলের থেকেও সরু। রিয়েলমি দাবি করেছে, ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তি ব্যবহার ফোনটির টেক্সচার্ড ডিজাইন তৈরি করা হয়েছে। এর পিছনের অংশে আঙুলের ছাপ সহজে পড়বে না। Realme 15T এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে IP66, IP68, ও IP69 ওয়াটার রেজিস্ট্যান্স, ডুয়াল স্টেরিও স্পিকার, মিনি ক্যাপসুল, AI স্মার্ট লুপ, সার্কেল টু সার্চ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইত্যাদি।
Realme 15T এর সামনে 6.57 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। প্যানেলটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, 2,160 হার্টজ PWM ডিমিং, 1,080x2,372 পিক্সেল রেজোলিউশন, ও 1.07 বিলিয়ন কালার অফার করে। এতে MediaTek Dimensity 6400 Max চিপসেট ব্যবহার হয়েছে যা 12 জিবি LPDDR4X র্যাম ও 256 জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।
রিয়েলমি 15টি এর পিছনের অংশে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত। সামনের ও পিছনের উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এতে এআই এডিট জেনি, এআই স্ন্যাপ মোড, ও এআই ল্যান্ডস্কেপের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ক্যামেরা ও এডিটিং ফিচার্স আছে। স্মার্টফোনটি Android 15 নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে। সংস্থা জানিয়েছে, তারা তিনটি OS আপগ্রেড এবং চার বছরের জন্য সিকিউরিটি আপডেট দেবে।
Realme 15T ফোনে 6,050 বর্গ মিমি AirFlow ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেমের সঙ্গে 13,774 বর্গ মিমি গ্রাফাইট শীট ব্যবহার করা হয়েছে। এয়ারফ্লো ক্যাভিটি ডিজাইন এমনভাবে তৈরি, যাতে ভেতরে গরম ও ঠান্ডা বাতাস সহজে চলাচল করতে পারে। এর ফলে ডিভাইস দ্রুত ঠান্ডা হয়। 7,000mAh ব্যাটারি 60W চার্জারে 31 মিনিটের মধ্যে 50 শতাংশ চার্জ হয়ে যায়। রিয়েলমি দাবি করেছে, 5 মিনিটের চার্জে 1 ঘন্টা গেম খেলা যাবে। এতে বাইপাস চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্টও মিলবে।
Realme 15T এর দাম ভারতে 20,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 8 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 22,999 টাকা ও 24,999 টাকা। এটি সিল্ক ব্লু, স্যুট টাইটানিয়াম, ও ফ্লোয়িং সিলভার কালার অপশনে উপলব্ধ। ফোনটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে। Flipkart, Realme India ই-স্টোর, ও নির্বাচিত অফলাইন স্টোরের মাধ্যমে বিক্রি হবে। অগ্রিম বুক করা গ্রাহকরা 1,099 টাকার Realme Buds T01 TWS ইয়ারফোন বিনামূল্যে পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.