Realme দাবি করেছে, ন্যানো-স্কেল মাইক্রোক্রিস্টালাইন লিথোগ্রাফি প্রযুক্তি ব্যবহার ফোনটির টেক্সচার্ড ম্যাট 4R ডিজাইন তৈরি করা হয়েছে। এর ফলে ফোনের পিছনের অংশে আঙুলের ছাপ সহজে পড়বে না। আবার হাতে ধরলে পিছলে যাওয়ার সম্ভাবনাও কমে যাবে।
Realme 15T থেকে তাপ অপসারণ করার জন্য 6,050 বর্গ মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকবে। এতে এআই গ্লেয়ার রিমুভাল, এআই ল্যান্ডস্কেপিং এবং এআই লাইভ ফটোর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার্স মিলবে।