Realme 3 ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme। সাথে থাকছে বিশাল 4,230 mAh চিপসেট আর লেটেস্ট Android 9 Pie অপেরাটিং সিস্টেম।
Realme 3 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে
গত মাসে ভারতে লঞ্চ হয়েছি Realme 3। লঞ্চের পর এতদিন ফ্ল্যাশ সেলে এই ফোন পাওয়া যেত। এবার ওপেন সেলে বিক্রি শুরু হল Realme 3। অর্থাৎ যখন খুশি এই স্মার্টফোন কেনা যাবে। Realme 3 তে রয়েছে থ্রিডি ইউনি বডি ডিজাইন, ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ডিসপ্লের উপরে রয়েছে ছোট্ট নচ। এই ফোনে লেটেস্ট MediaTek Helio P70 চিপসেট ব্যবহার করেছে Realme। সাথে থাকছে বিশাল 4,230 mAh চিপসেট আর লেটেস্ট Android 9 Pie অপেরাটিং সিস্টেম। একাধিক আলাদা মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে Flipkart ও Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে Realme 3। সম্প্রতি লঞ্চ হয়েছে Realme 3 Pro। আগামী সপ্তাহে এই ফোন বিক্রি শুরু হবে। তার কয়েক দিন আগেই ওপেন সেলে বিক্রি শুরু হল Realme 3।
3GB RAM আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে Realme 3 এর দাম 8,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজে Realme 3 কিনতে 10,999 টাকা খরচ হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Realme.com আর Flipkart থেকে যখন খুশি কেনা যাবে এই স্মার্টফোন।
ডুয়াল সিম Realme 3 তে লেটেস্ট Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Color OS 6.0 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি আর ফোনের সাথে থাকবে 10W চার্জার।
ছবি তোলার জন্য Realme 3 ফোনে থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একাধিক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচার। সেলফি তোলার জন্য Realme 3 তে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Find X9, Oppo Find X9 Pro Go on Sale in India for the First Time Today: See Price, Offers, Availability