মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 3
15 জুলাই ভারতে আসছে Realme X এই ফোনের সাথেই ভারতে লঞ্চ হবে Realme 3i। সোমবার ট্যুইটারে নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছেন ভারতে Realme প্রধান মাধব শেঠ। মঙ্গলবার Flipkart থেকে জানা গেল নতুন এই ফোনের নাম Realme 3i। Realme 3 এর থেকে কম দামে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন। Realme X এর মতৈ শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Realme 3i।
ইতিমধ্যেই মাধব শেঠ নাজিয়েছেন Realme X এর সাথেই 15 জুলাই ভারতে একাধিক প্রডাক্ট লঞ্চ করবে Realme। এবার সেই খবর সত্যি করে Realme 3i ফোনের জন্য মাইক্রো সাইট তৈরী করল Flipkart। ইতিমধ্যেই Realme 3i ফোনকে “স্মার্টফোন কা চ্যাম্পিয়ন” আক্ষ্যা দিয়েছে Flipkart।
Realme 3 এর থেকে কম দামে ভারতে লঞ্চ হবে Realme 3i। 8,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল Realme 3। Realme 3 ফোনের বেস ভেরিয়েন্টে রয়েছে 3GB RAM + 32GB স্টোরেজ।
Realme 3i ফোনের দাম ও স্পেসিফিকেশন জানার জন্য 15 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে লঞ্চের আগে বিভিন্ন টিজারে এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আনতে পারে Realme।
Realme 3i এর সাথেই 15 জুলাই ভারতে লঞ্চ হবে Realme X। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল এই স্মার্টফোন। Realme X এ রয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। এই ফোনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Realme X ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা এই ক্যামেরাইয় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
Realme X ফোনের ভিতরে রয়েছে 3,765mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন