সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 3i। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে ভারতে এই ফোন বিক্রি করেছে Realme। বুধবার ফ্ল্যাশ সেলে আবার পাওয়া যাবে Realme 3i। আজ Flipkart আর Realme ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। Realme 3i ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা, টিয়ারড্রপ নচ আর অক্টা-কোর MediaTek Helio P60 প্রসেসর। এছাড়াও গ্রাহকের মন জয় করতে এই ফোনে 4,0230 mAh ব্যাটারি আর 13মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
3GB RAM + 32GB স্টোরেজে Realme 3i এর দাম 7,999 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন কিনতে 9,999 টাকা খরচ হবে। ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড ব্লু, ডায়মন্ড রেড কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। বুধবার দুপুর 12 টায় Flipkart আর Realme ওয়াবসাইট থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Realme 3i ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির ColorOS 6 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P60 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Realme 3i ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহারে করেছে Realme।
কানেক্টিভিটির জন্য Realme 3i ফোনে রয়েছে Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, Micro-USB পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,230 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন