Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM।
Realme 5 Pro ফোনের ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর
অগাস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Realme 5 Pro। বুধবার বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টায় শুরু হবে ফ্ল্যাস সেল। Realme 5 Pro এর পিছনে রয়েছে চারটি ক্যামেরা আর 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে Qualcomm Snapdragon 712 চিপসেট আর 8GB RAM। Realme 5 Pro এর সাথেই ভারতে লঞ্চ হয়েছিল Realme 5। ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে সে স্মার্টফোন বিক্রি হয়েছে ভারতে।
Realme 5 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 64GB স্টোরেজ। 6GB RAM + 64GB স্টোরেজে Realme 5 Pro কেনার খরচ 14,999 টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 128GB স্টোরেজে Realme 5 Pro এর দাম 16,999 টাকা। আজ দুপুর 12 টায় Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme 5 Pro।
Realme 5 Pro ফোনে থাকছে 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 712 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ডিসপ্লের উপরে থাকছে Gorrilla Glass এর সুরক্ষা।
ছবি তোলার জন্য Realme 5 Pro ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Realme 5 Pro ফোনে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর 3.5 মিমি অডিও জ্যাক থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি 4,035mAh ব্যাটারি আর VOOC 3.0 ফাস্ট চার্জিং। এই ফোনের ওজন 184 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 15c Launched With Snapdragon 7 Gen 4 SoC, 6,500mAh Battery: Price, Specifications
Star Wars: Fate of the Old Republic Will Launch Before 2030, Game Director Confirms