ভারতের বাজারে উন্মোচিত হয়েছে Realme GT সিরিজ

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 30 মে 2025 19:04 IST
হাইলাইট
  • Realme GT 7-ভারতের প্রথম ফোন যাতে MediaTek Dimensity 9400e SoC-দেওয়া হ
  • হ্যান্ডসেটটিতে ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট আছে
  • ফোনটি 120W-তারযুক্ত চার্জিং ব্যবস্থাকে সমর্থন করে

Realme GT 7 এবং Realme GT 7T অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক Realme UI 6.0 তে চলে

ভারত সহ বিশ্বের বাজারে বিগত মঙ্গলবার উন্মোচিত হয়েছে Realme GT 7,Realme GT 7T এবং Realme GT 7 Dream Edition।GT-সিরিজের স্মার্টফোনগুলো MediaTek Dimensity-চিপসেট পেয়েছে এবং এগুলিতে 120W-চার্জিং সমর্থিত একটি 7000mAh-ব্যাটারী আছে।GT 7-ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকলেও,GT 7T-ফোনটিতে ডুয়াল ক্যামেরা ইউনিট আছে।Realme GT 7 Dream Edition-ফোনটি একটি বিশেষ এডিশন স্মার্টফোন, যেটি Aston Martin F1-টিমের সাথে যুক্ত হয়ে উন্মোচিত হয়েছে।ভারতে Realme GT 7, GT 7T ফোনটিগুলির দাম,ভারতে 8জিবি+256জিবির Realme GT 7-ফোনটির দাম 39,999টাকা,12জিবি+256জিবি বিকল্পের দাম 42,999 টাকা ও 12জিবি+512জিবি বিকল্পের দাম 46,999টাকা।এটি আইসসেন্স-ব্ল্যাক,আইসসেন্স-ব্লু রঙের বিকল্পে পাওয়া যাবে।অন্যদিকে Realme GT 7T-ফোনটির 8জিবি+256জিবি বিকল্পের দাম 34,999টাকা।12জিবি+256জিবি এবং 12জিবি+512জিবির দাম 37,999টাকা এবং 41,999টাকা।এটি আইস-সেন্স-ব্ল্যাক, আইস-সেন্স-ব্লু এবং রেসিং-ইয়েলো-রঙের বিকল্পে পাওয়া যাবে।

ব্যাংকের অফার ব্যবহার করে গ্রাহকরা উপরোক্ত হ্যান্ডসেট গুলিকে যথাক্রমে 34,999টাকা এবং 28,999টাকায় কিনতে পারবে।বর্তমানে এগুলি প্রী-বুকিং করা যাচ্ছে এবং আগামী 30সে মে দুপুর 12টা থেকে অ্যামাজন এবং রিয়েলমের অনলাইন-স্টোরে কিনতে পাওয়া যাবে।

সবশেষে Realme GT 7 Dream Edition-ফোনটি শুধুমাত্র 16জিবি+512জিবি বিকল্পের সাথে 49,999টাকায় কিনতে পাওয়া যাবে।এটি Aston Martin রেসিং-গ্রিন-শেডে আগামী 13ই জুন থেকে উপলব্ধ হবে।

Realme GT 7-এর স্পেসিফিকেশন:

ডুয়াল-সিম যুক্ত Realme GT 7-ফোনটি Android 15-ভিত্তিক Realme UI 6.0-দ্বারা চালিত।এটিতে 120Hz রিফ্রেশ-রেটের একটি 6.78ইঞ্চির 1.5K(1264×2780) AMOLED ডিসপ্লে আছে, যেটির সর্বোচ্চ-উজ্জ্বলতা-লেভেল 6000নিট,টাচ্ স্যাম্পলিং-রেট 360Hz।স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস 7i-এর সুরক্ষা পেয়েছে।ফোনটি অক্টাকোর 4nm MediaTek Dimensity 9400e-চিপসেট দ্বারা চালিত।এটির সাথে 12জিবি পর্যন্ত RAM এবং 512জিবি পর্যন্ত স্টোরেজ আছে।

ফোনটির প্রসেসরটি PUBG এবং BGMI-তে স্থিতিশীল 120fps প্রদান করে বলে দাবি করেছে।

এটিতে ট্রিপল-রিয়ার ক্যামেরা ইউনিট আছে,যেটিতে OIS-সহ 50-মেগাপিক্সেলের Sony IMX906 1.56-ইঞ্চির সেন্সর,একটি 50-মেগাপিক্সেলের S5KJN5 টেলিফটো-ক্যামেরা এবং একটি 8-মেগাপিক্সেলের Ov08D10 আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।ফোনটির সামনে একটি 32-মেগাপিক্সেলের ক্যামেরা আছে।রিয়ার ক্যামেরা ইউনিটটি 120fps-এ 4K-স্লো-মোশান ভিডিও করে এবং সামনের ক্যামেরাটি 60fps-এ 4K-ভিডিও-রেকর্ডিং করে।

এটিতে ব্লুটুথ 5.4,ডুয়াল-ব্যান্ড GPS,NFC,WiFi 7 আছে।এছাড়াও এটি IP69-রেটিং পেয়েছে।নতুন ফোনটিতে AI-Glare-রিমুভাল, AI-ল্যান্ডস্কেপ+, AI ট্রান্সলেটরের মতো অনেক AI-ভিত্তিক ফিচার আছে।

ফোনটি 120W-তারযুক্ত দ্রুত-চার্জিং সমর্থিত 7000mAh ব্যাটারী দ্বারা চালিত।এটি মাত্র 40-মিনিটে 1-100% চার্জ হওয়ার দাবি করে।ফোনটিতে স্মার্ট-বাইপাশ-চার্জিং-মেথডটি সরাসরি মাদার বোর্ডে কারেন্ট চালনা করে।এই পদ্ধতিটি গেম খেলার সময় অথবা তাপ-নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।ফোনটির পরিমাপ 162.42×76.13×8.30মিমি এবং ওজন 206গ্রাম।

Realme GT 7T-এর স্পেসিফিকেশন:

Realme GT 7T-ফোনটিতে Realme GT 7-এর মতো একই সিম,সফটওয়্যার,ক্যামেরা,ব্যাটারী এবং চার্জিং ব্যবস্থা আছে। ফোনটিতে 120Hz রিফ্রেশ-রেটের সাথে একটি 6.80-ইঞ্চির AMOLED-ডিসপ্লে আছে যেটির টাচ্-স্যাম্পলিং-রেট 360Hz। এটি MediaTek Dimensity 8400 Max-চিপসেট দ্বারা চালিত। এটিতে 12জিবি পর্যন্ত RAM ও 512জিবি পর্যন্ত স্টোরেজ আছে।ফোনটিতে তাপ নিয়ন্ত্রণের জন্য একটি 7,700বর্গমিমির ভেপার চেম্বার আছে।

Advertisement

ফোনটি ডুয়াল-রিয়ার ক্যামেরা ইউনিট দ্বারা সজ্জিত।একটি 50 মেগাপিক্সেলের Sony IMX896 1.56-ইঞ্চির প্রধান সেন্সর, একটি 8মেগাপিক্সেলের Ov08D10আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনটিতে 32-মেগাপিক্সেলের সেলফি-শুটার আছে। এটিতে ব্লুটুথ 6,ডুয়াল ব্যান্ড GPS, NFC,WiFi 6 দেওয়া হয়েছে।

ফোনটির পরিমাপ 162.42×75.97×8.88মিমি এবং ওজন 205 গ্রাম।

উপরোক্ত দুটি হ্যান্ডসেটই চারবছরের OS-আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাবে।কোম্পানি দাবি করেছে, এটি বিশ্বের প্রথম ফোন যা উন্নতমানের তাপ নিয়ন্ত্রণের জন্য গ্র্যাফেন-ভিত্তিক আইসসেন্স ডিজাইন করা হয়েছে।

Advertisement

Realme GT 7 Dream Edition-এর স্পেসিফিকেশন:

কোম্পানি Realme GT 7 Dream Edition-ফোনটি Aston Martin Aramco Formula One টিমের সহযোগিতায় তৈরি করেছে।এটি Aston Martin-এর সিগনেচার কালার সবুজ রঙে এসেছে এবং পিছনের অংশে সিলভার রঙের ডানা লোগো ও ‘Formula One Team'লেখা আছে।

ফোনটি একটি বিশেষ বাক্সে এসেছে, যেটিতে F1-রেস্কার সিম কার্ড পিন এবং সিলভারের ডানা দেওয়া হয়েছে। এটিতে কাস্টম ওয়ালপেপার, আইকন এবং থিম যুক্তকরা হয়েছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Xiaomi এর ডুয়েল সেলফি ক্যামেরার ফোন 16000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে, কোথায় এই অফার জেনে নিন
  2. Poco C85 5G: বাজেট ফোনে এত সুন্দর ডিজাইন! বাজার কাঁপাতে আসছে পোকো
  3. Realme বর্ষশেষে বড় ধামাকা নিয়ে হাজির, শীঘ্রই লঞ্চ হচ্ছে Narzo সিরিজের দুই নতুন ফোন
  4. Apple-এর নতুন চমক, আসছে iPhone 17 সিরিজের সবচেয়ে সস্তা মডেল iPhone 17e, লঞ্চ কবে জেনে নিন
  5. Realme P4x 5G সস্তায় 7000mAh ব্যাটারি ও গেমিং ফিচার্স নিয়ে লঞ্চ হল, এক চার্জে 20 ঘন্টা ইউটিউব দেখা যাবে
  6. Motorola ভারতে এত পাতলা স্মার্টফোন আনছে যে বিশ্বাস হবে না! ডিসেম্বরে লঞ্চ হওয়ার আগেই দাম ফাঁস
  7. ডিসেম্বরে সেরা অফার, 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Oppo স্মার্টফোন
  8. OnePlus Ace 6T ঝড় তুলে 8,300mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, এমন পাওয়ার ও পারফরম্যান্স প্রথমবার!
  9. Moto G57 Power স্মার্টফোনের সেল শুরু, অফারে মাত্র 12,999 টাকায় 50MP Sony ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  10. Redmi 15C মাত্র 12499 টাকার লঞ্চ হল, বিশাল ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, ও 8GB র‍্যাম রয়েছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.