Realme Narzo 90 Series 5G will be available for purchase via Amazon
Photo Credit: Amazon
Realme গত সপ্তাহে একজোড়া নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছিল। অ্যামাজনে কমিক স্টাইলের টিজারের মাধ্যমে দুই ফোনের ডিজাইন সম্পর্কে ইঙ্গিত দিয়েছিল তারা। সংস্থা তখন নাম প্রকাশ না করলেও, ফোনগুলি Narzo সিরিজের অধীনে আসতে পারে বলে জল্পনা চলছিল। আজ সেই জল্পনা সত্যি করে কোম্পানি জানিয়েছে, Realme Narzo 90 Series 5G ভারতে শীঘ্রই আত্মপ্রকাশ করবে। এটি চলতি বছর এপ্রিলে এ দেশে লঞ্চ করা Realme Narzo 80 Series 5G-এর উত্তরসূরী বা আপগ্রেড ভার্সন হিসেবে আসছে। মনে করা হচ্ছে, আসন্ন ফোনগুলি Realme Narzo 90 Pro 5G এবং Realme Narzo 90x 5G নামে বিক্রি হতে পারে।
Amazon আসন্ন Realme Narzo 90 Series 5G-এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে। সেখান থেকে ফোনগুলির ডিজাইন এবং লাইনআপের নাম প্রকাশিত হয়েছে। ব্যাটারি চিহ্নের সঙ্গে 'ফাস্ট' ও 'পাওয়ার ম্যাক্স' ট্যাগলাইন ব্যবহারের মাধ্যমে ফোনদ্বয়ের প্রচার চালাচ্ছে ব্র্যান্ডটি। এর থেকে অনুমান করা যায়, রিয়েলমি নার্জো সিরিজের আসন্ন দুই মডেলে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্টের সুবিধা পাওয়া যাবে।
একটি ফোনের পিছনের অংশে তিনটি ক্যামেরা সেন্সর ত্রিভুজাকার বিন্যাসে স্থাপন করেছে রিয়েলমি। উপরের ডান কোণে এলইডি ফ্ল্যাশ বর্তমান। ফোনটির ডেকো বা ক্যামেরা মডিউল অনেকটা iPhone 16 Pro Max-এর মতো দেখতে লাগছে। এই মডেলটি Realme Narzo 90 Pro 5G নামে বাজারে আসতে পারে।
অন্য দিকে, আরেকটি স্মার্টফোনের ব্যাক প্যানেলে আয়তকার আকৃতির উল্লম্বভাবে অবস্থিত ক্যামেরা সেটআপ রয়েছে। এর ভিতরে তিনটি ক্যামেরা সেন্সর আছে। এতে। এতে আরও দু'টি গোল কাটআউট আছে যার মধ্যে একটি এলইডি ফ্ল্যাশ হতে পারে। এই মডেলটি Realme Narzo 90x 5G হতে পারে। কারণ পূর্বসূরী Narzo 80x 5G মডেলেও পিছনের ক্যামেরাগুলি লম্বালম্বিভাবে অবস্থিত ছিল।
যদিও এখনও কোনও স্পেসিফিকেশন বা ফিচার্স প্রকাশ হয়নি, তবে মাইক্রোসাইটে দেওয়া টিজার থেকে বোঝা যায় যে Realme Narzo Series 5G-এ বেশ কয়েকটি আপগ্রেড যুক্ত হবে। "স্ন্যাপ শার্প" কথাটি ফোনের ক্যামেরা পারফরম্যান্স উন্নত হওয়ার ব্যাপারে আভাস দেয়। অন্য দিকে, "গ্লো ম্যাক্সড" নির্দেশ করে যে ডিসপ্লের ব্রাইটনেস বেশি হবে। এর ফলে উজ্জ্বল আলো বা রোদের নিচেও স্ক্রিন স্পষ্টভাবে দেখা যাবে।
প্রসঙ্গত, Realme P4x 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছে। এটি 13,499 টাকায় (ব্যাঙ্ক অফার) কেনা যেতে পারে। এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার হয়েছে। ডিভাইসটি 144 হার্টজ ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, 90FPS গেমিং, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, 5,300 স্কোয়ার মিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ও IP64 রেটিং সহ বিভিন্ন ফিচার্স রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.