Realme P4x 5G ডিসেম্বর 12 থেকে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
Photo Credit: Realme
Realme P4x 5G is powered by MediaTek Dimensity 7400 Ultra chipset
Realme P4x 5G বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে। অফার যোগ করে স্মার্টফোনটি 13,499 টাকায় কেনা যেতে পারে। এই ফোনে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটে 144 হার্টজ Ultra ব্রাইট ডিসপ্লে, 7,000mAh ব্যাটারি, ও 18 জিবি ডাইনামিক র্যামের মতো বৈশিষ্ট্য আছে। এছাড়াও, Realme P4x 5G মডেলে IP64-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতা, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, ডুয়াল স্টেরিও স্পিকার, AI ইমেজ এডিটিং, গুগলের সার্কেল টু সার্চ, 90FPS গেমিং, 5,300 স্কোয়ার মিমি VC কুলিং সিস্টেম, ও বাইপাস চার্জিং সহ একঝাঁক আকর্ষণীয় ফিচার্স রয়েছে। চলুন স্মার্টফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Realme P4x 5G এর দাম ভারতে 15,499 টাকা থেকে শুরু। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি অনবোর্ড স্টোরেজ আছে। রিয়েলমির ওয়েবসাইট অনুসারে, বেস মডেলে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। এর ফলে দাম 13,499 টাকায় নেমে আসবে। অন্য দিকে, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 16,999 টাকা ও 18,999 টাকা।
হ্যান্ডসেটটি ম্যাট সিলভার, লেক গ্রীন, ও এলিগান্ট পিঙ্ক কালার অপশনে উপলব্ধ হবে। এটি ডিসেম্বর 12 থেকে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কেনা যাবে।
রিয়েলমি পি4এক্স 5G 6.72 ইঞ্চি LCD ডিসপ্লের সঙ্গে এসেছে যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 1,000 নিট পিক ব্রাইটনেস, FHD+ রেজোলিউশন (1,080 x 2,400 পিক্সেল), 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করে। হ্যান্ডসেটটির স্ক্রিন টু বডি রেশিও 91.40 শতাংশ।
ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরা 30 FPS-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। ফ্রন্ট ক্যামেরা 30PFS-এ 1080P ভিডিও শুটিং সমর্থন করে।
রিয়েলমির নতুন ফোনে ডাইমেনসিটি 7400 আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটি 18 জিবি ডাইনামিক র্যাম (8 জিবি ফিজিক্যাল + 10 জিবি ভার্চুয়াল) সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। এতে 45W ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সহ 7,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করেছে, ফোনটিতে ফুল চার্জ থাকলে ইউটিউবে 20.6 ঘন্টা ভিডিও দেখা যাবে। আবার স্পটিফাই-তে 146 ঘন্টা গান শুনতে পারবেন।
Realme P4x 5G এর তাপমাত্রা কন্ট্রোল করার জন্য 5,300 স্কোয়ার মিলিমিটার FrostCore ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। আর্মরশেল প্রোটেকশন থাকার ফলে এটি 1.5 মিটার উপর থেকে স্টিল প্লেট, মার্বেল, বা কাঠের বোর্ডে পড়লেও কোনও ক্ষতি হবে না। ফোনটি Android 15-নির্ভর Realme UI 6.0 কাস্টম সফটওয়্যারে রান করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন