Realme GT Concept Phone With 10,000mAh Battery Unveiled in India in May, 2025
Photo Credit: Realme
গত বছর থেকেই স্মার্টফোন নির্মাতারা বড় ব্যাটারি যুক্ত মোবাইল ফোন তৈরির দিকে ঝুঁকছে। ফলস্বরূপ এখন বাজারে 10,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারির হ্যান্ডসেট চলে এসেছে। Honor গড়েছে এই কীর্তি। আবার OnePlus জানুয়ারিতে 9,000mAh ব্যাটারির Turbo 6 সিরিজ লঞ্চ করে শোরগোল ফেলে দিয়েছে। তবে এগুলি চাইনিজ মার্কেটের ঘটনা। কিন্তু এখন ভারতেও 10,000mAh ফোনের সম্ভাব্য আগমন ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে যে Realme তাদের P সিরিজের অধীনে এই ফোন আনতে পারে। ডিভাইসটি BIS সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছে। চলতি মাসেই নাকি দেশের বাজারে লঞ্চ হবে।
টেক ব্লগার যোগেশ ব্রার X (পূর্বনাম টুইটার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে জানিয়েছেন, RMX5107 মডেল নম্বরের একটি Realme স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ছাড়পত্র পেয়েছে। এটি জানুয়ারি মাসে ভারতে অফিসিয়ালি লঞ্চ হতে পারে। হ্যান্ডসেটে 10,000mAh ক্ষমতার ব্যাটারি থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
দাবি সত্যি হলে, এটি ভারতে এখনও পর্যন্ত রিয়েলমির বৃহত্তম ব্যাটারি পরিচালিত স্মার্টফোন হতে চলেছে। আজ রিয়েলমির প্রোডাক্ট মার্কেটিং বিভাগের প্রধান ফ্রান্সিস নিজেই Realme P সিরিজের আপকামিং মডেলের আগমনের কথা জানিয়েছেন। এছাড়াও, ফ্লিপকার্টে রিয়েলমির একটি পাওয়ারফুল ব্যাটারি যুক্ত ফোনের টিজার প্রকাশ হয়েছে।
প্রসঙ্গত, ডিসেম্বরের শেষে 10,001mAh ব্যাটারি যুক্ত একটি রহস্যময় Realme ডিভাইসের ছবি অনলাইনে ফাঁস হয়েছিল। সেখানে মার্কেটিং নাম উল্লেখ না থাকলেও, মডেল নম্বর হিসেবে RMX5107 দেওয়া ছিল। অর্থাৎ এই ফোনটিই ভারতে লঞ্চের জন্য BIS-এর সবুজ সংকেত পেয়েছে বলে মনে করা হচ্ছে।
রিয়েলমির আসন্ন ফোনের অ্যাবাউট ডিভাইস পেজে সফটওয়্যারের জায়গায় Realme UI 7.0 উল্লেখ করা ছিল৷। এটি Android 16 OS-ভিত্তিক কাস্টম স্কিন। ফোনটির 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে। এতে রিয়েলমির অন্য ফোনগুলির মতো ডাইনামিক র্যাম এক্সপ্যানশন ফিচার থাকতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ভারতে Realme 16 Pro সিরিজের সেল শুরু হয়েছে। লঞ্চ অফারে Realme 16 Pro 5G ও Realme 16 Pro+ 5G মডেলে 5,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। উভয় স্মার্টফোনে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এবং 144 হার্টজ ডিসপ্লে-সহ গুচ্ছের প্রিমিয়াম ফিচার্স রয়েছে। Realme 16 Pro 5G-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 31,999 টাকা ও 33,999 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.